রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ | Central Govt Agriculture Recruitment 2022 | ministry of agriculture recruitment 2022 | IARI Recruitment 2022
কেন্দ্র সরকারের কৃষি দপ্তর থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল । যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ এ আবেদন করা যাবে । কোন কোন পোস্ট এ নিয়োগ করা হচ্ছে তার জন্য শিক্ষাগত যোগতয়া কি কি প্রয়োজন, কবে থেকে আবেদন করতে পারবেন, কত টাকা বেতন দাওয়া হবে,কারা আবেদন করতে পারবেন বিস্তারিত তত্থ নিচে দাওয়া রইল ।
Central Govt Agriculture Recruitment 2022 All Details (সমস্ত তথ্য)
নোটিশ নম্বর | F.No. 1-1/2021/Rectt. Cell/Technical (CBT) |
প্রতিষ্ঠানের নাম | ICAR-INDIAN AGRICULTURAL RESEARCH INSTITUTE |
যোগ্যতা | মাধ্যমিক |
চাকরির স্থান | পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে |
পোস্ট | ১ টি |
মোট শূন্যপদ | ৬৪১ টি |
IARI Recruitment 2022 Post Details ( পদের বিবরণ )
(১)টেকনিশিয়ান (টি -ওয়ান) – Technician (T- One)
শিক্ষাগত যোগ্যতা – ম্যাধ্যমিক পাশ হলেই আপনি এই পোস্ট এর জন্য আবেদন করতে পারবেন ।
বেতন (Salary) – ২১,৭০০ টাকা বেসিক স্যালারি + Allowances Level -3
শূন্যপদ (Vacancy) – ৬৪১ টি
Age Limit of IARI Recruitment 2022 (বয়সসীমা)
যে সমস্ত আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকবে তার এই সমস্ত পোস্ট এ আবেদন করতে পারবেন । বয়স সীমা হিসাব করা হবে ১০ই জানুয়ারি ২০২২ এই তারিখ হিসাবে । SC বা ST দের জন্য ৫ বছরের বয়সের ছাড় দাওয়া হবে এবং OBC দের জন্য ৩ বছরের বয়সের ছাড় দাওয়া হবে । কিন্তু SC/ST ছাড় মিলিয়েও আবেদনকারীর বয়েস জানো ৫৮ বছরের বেশি না হয় এবং এই বয়েস আপনাকে হিসাব করতে হবে ১০. ০১ . ২০২২ তারিখ হিসাবে।
আরও পড়ুন:-
৪২,০০০ কর্মী নিয়োগ হবে দুয়ারে রেশনে | WB Duare Ration Recruitment 2022
পশ্চিমবঙ্গে নিজের SDO অফিসে নতুন কর্মচারি নিয়োগ | WB SDO Office Recruitment 2022
পশ্চিমবঙ্গে রেলে Group C ও Clark স্থায়ী পদে কর্মী নিয়োগ | Railway Requirement 2022 Apply Online
রাজ্য ও কেন্দ্র সরকার চালু করল “এক পরিবার এক চাকরি প্রকল্প” | Ek Poribar Ek Chakri Prakalpa 2022
IARI Recruitment 2022 Apply Online (আবেদন পদ্ধতি )
এই চাকরির জন্য আপনাদের অনলাইন এ আবেদন করতে হবে । Official Notice এবং আবেদন করার লিঙ্ক নিচে দাওয়া হয়েছে সেখান থেকে আপনার সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য (Application Fees) – General অথবা OBC কাস্ট এর ছেলেদের Total Fees ১০০০ টাকা যার মধ্যে Examination Fee ৭০০ টাকা এবং Registation Fee ৩০০ টাকা । সমস্ত কাস্ট এর মহিলা এবং SC/ST/Ex-Serviceman/Person with Benchmark Disability এদের ক্ষেত্রে Examination Fee কিছু রাখা হয়নি শুধু মাত্র Registation Fee ৩০০ টাকা দিয়ে Registation করতে হবে।
IARI Recruitment 2022 Selection Process (নিয়োগ পদ্ধতি)
এখানে MCQ (Multiple Choice Question) CBT টেস্ট হবে অর্থাৎ কম্পিউটার টেস্ট দিতে হবে এবং তারপর হবে Interview সুতরাং CBT টেস্ট এবং Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে ।
পরীক্ষাটি হবে ১০০ নম্বর এর জন্য সময় পাবেন ১ ঘণ্টা ৩০ মিনিট এবং Negative Marking রয়েছে ০.২৫ নম্বরের অর্থাৎ ১ টি প্রশ্ন ভুল করলে ০.২৫ নম্বর কাটা যাবে অর্থাৎ ৪ টি প্রশ্ন ভুল করলে আপনার প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা যাবে।
সিলেবাস – General Knowledge, Mathematics, Science এবং Social Science এই চারটি সিলেবাস থাকবে আর এর মধ্যে থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন আসবে এবং প্রটতেকটি প্রশ্ন কিন্তু মাধ্যমিক মনের হবে।
হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষায় কিন্তু আপনার প্রশ্ন পত্র পাবেন ।
যারা CBT টেস্ট এ পাশ করবেন তাদেরকেই Interview এর জন্য ডাকা হবে ।
Important Dates (গুরুত্তপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ১৮ . ১২ . ২০২১ |
আবেদন শুরু | ১৮ . ১২ . ২০২১ |
আবেদন শেষ | ১০ . ০১ . ২০২২ (রাত ১১:৫৫) |
অনলাইন পেমেন্ট এর শেষ তারিখ | ১০ . ০১ . ২০২২ (রাত ১১:৫৫) |
অনলাইন পরীক্ষা | ২৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে , ২০২২ |
ইন্টেরভিয়ের দিন | উল্লেখ নেই |
Importent Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice | DOWNLOAD |
Official Website | CLICK HERE |
Online Apply | CLICK HERE |
> Aikyashree Scholarship 2023 : গুরুত্বপূর্ণ তারিখ, যোগ্যতা, সুবিধা
> Fedor Emelianenko Is Defeated In The Final Of Bellator
> The UFC Will Welcome Back Conor McGregor In The Ultimate Fighter
> Oliver Kahn SLAMS Bayern Munich Captain Manuel Neuer
> The Threat Concealed By The Affluence Of The Premier League
> HISTORY IS MADE! Anshul Jubli, Is First Indian To Win UFC final