প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন একটি প্রকল্প চালু করতে চলেছেন খুব শীঘ্রই এই প্রকল্পের নাম গুড সামারিটান (Good Samaritan Scheme 2022) । এই প্রকল্পের মধ্যে আপনি বছরে সর্বোচ্চ ৫ বার ৫ হাজার টাকা করে পেতে পারেন। তো এই প্রকল্পে আপনি কিভাবে টাকা পেতে পারেন, এই প্রকল্পের উদ্দেশ্য কি, এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন সমস্তকিছু নীচে দাওয়া রইলো।
গুড সামারিটান প্রকল্পটি কি?? What is the Good Samaritan Scheme 2022?
দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট এর গোল্ডেন আওয়ার এর মধ্যে যারা দুর্ঘটনায় শিকার ব্যাক্তির প্রাণ বাঁচায় তাদেরকে কেন্দ্র সরকার নগত ৫ হাজার টাকা পুরস্কার দেয়।
গুড সামারিটান (Good Samaritan Scheme) হলো সেই ব্যাক্তি যে কোনো মারাত্মক দুর্ঘটনায় কারোর প্রাণ বাঁচিয়েছে। যে কোনো অ্যাক্সিডেন্ট ব্যাক্তিকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছে এবং হসপিটাল এ ভর্তি করেছে।
গুড সামারিটান গোল্ডেন আওয়ার বলতে কি বোঝায়?? (Good Samaritan Golden Hour)
গুড সামারিটান গোল্ডেন আওয়ার (Good Samaritan Golden Hour) বলতে বোঝায় ১ঘণ্টার সময় কালকে অর্থাৎ অ্যাক্সিডেন্ট হওয়ায় পরবর্তী ১ ঘণ্টার সময়কে এখানে গোল্ডেন আওয়ার বলা হয়েছে। এই ১ ঘণ্টার মধ্যে যদি কোনো ব্যাক্তি অন্য কোনো অ্যাক্সিডেন্ট হওয়া ব্যাক্তিকে নিয়ে হসপিটালে ভর্তি করে তাহলে তাকে ৫হাজার টাকা পুরস্কার দাওয়া হয়।
আরও পড়ুন :-
৪০,৮০০ টাকা পাবেন জব কার্ড থাকলে | West Bengal job card checklist | MGNREGA
পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরে Group C পদে চাকরি | WB Food Department Recruitment 2022
গুড সামারিটান প্রকল্পটি কবে চালু হবে এবং কতদিন পর্যন্ত কার্যকর থাকবে? (Good Samaritan Scheme launched)
এই গুড সামারিটান প্রকল্পটি (Good Samaritan Scheme) ১৫.১০.২০২১ এই তারিখ থেকে ৩১.০৩.২০২৬ এই তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ এই প্রকল্পটি প্রথম মেয়াদে ৫ বছরের জন্য চালু হবে।
একজন ব্যাক্তি বছরে ৫ বার এই পুরস্কার পেতে পড়বেন অর্থাৎ বছরে ২৫ হাজার টাকায়। এই টাকাটি কিন্তু নগদ হাতে তুলে দেওয়া হবে এবং তার সাথে একটি সার্টিফিকেট ও দাওয়া হবে। সর্বাধিক যোগ্য গুড সামারিটানদের জন্য ১০টি জাতীয় স্তরের পুরস্কার থাকবে এবং তাঁদের প্রত্যেককে ১লক্ষ টাকা করে এককালীন পুরস্কার দাওয়া হবে।
যদি গুড সামারিটান সড়ক দুর্ঘটনার কোনো ব্যাক্তিকে হসপিটালে নিয়ে যায় তাহলে হসপিটালএর কাছাকাছি থানায় সমস্ত বিবরণ দেবে এবং পুলিশ তখন এই রকম গুড সামারিটানকে একটি শিকৃতি প্রদান করবেন।
মোটর ভাইক্যাল আমেন্ডারর্মেন্ট অ্যাক্ট ২০১৯ এর ১৩৪ ধারায় বিধান অনুযায়ী, ২৯সে সেপ্টেম্বর ২০২০ তারিখে মন্ত্রক গুড সামারিটানদের জন্য নিয়মাবলী অবহিত করেছিল।
এই প্রকল্পও শুরু করার জন্য কেন্দ্র সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় পরিবহন বিভাগকে গুড সামারিটানদের পুরস্কৃত করার জন্য ৫ লক্ষ প্রাথমিক অনুদান সরবরাহ করা হয়েছে।
Official Website | CLICK HERE |