পশ্চিমবঙ্গের ৩৩ হাজার ছেলে মেয়েকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি দাওয়া হচ্ছে। প্রশিক্ষণ চলা কালীন আপনি এখানে ১০ হাজার টাকা করে স্টাইপেন পাবেন। সঙ্গে মাধ্যমিক পাশ যোগ্যতায় যেকোনো জেলার ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবেন তার সাথে থাকা এবং খাওয়া ফ্রী রয়েছে। এখানে সামুদ্রিক দফতরে আপনাদেরকে ট্রেনিং দাওয়া হচ্ছে। তাহলে কিভাবে এখানে আবেদন করবেন, কতদিন পর্যন্ত আবেদন করা যাবে, করা আবেদন করতে পারবেন সমস্তকিছু অফিসিয়াল নোটিশ সহ নিচে দাওয়া রইলো।
MTDIND Recruitment 2022 All Details (সমস্ত তথ্য)
নোটিশ নম্বর | U80904WB2019OPC229658 |
প্রতিষ্ঠানের নাম | MARITIME TRANSPORT DEPARTMENT |
যোগ্যতা | মাধ্যমিক |
চাকরির স্থান | ইন্ডিয়া |
পোস্ট | ১৬টি |
মোট শূন্যপদ | ৩৩,৭৮০টি |
MTDIND Recruitment 2022 Post Details
- Receptionist cum clerk
- Upper division clerk
- Upper division clerk
- Personal assistant
- Asst. Branch manager
- Inspector In-charge
- Seaman
- Multi tasking staff
- Runner
- Peon
- Course officer
- Cook
- Steward
- Oiler
- Wiper
- Fitter
শিক্ষাগত যোগ্যতা – এই পোস্টে আবেদন করার জন্য যেকোনো একটি শিকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা অথবা সমতুল্য কোনো যোগ্যতা হলে আবেদন করতে পারবেন। এবং আপনার যদি অতিরিক্ত কোনো শিক্ষাগতযোগ্যতা থাকে তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন।
বেতন (Salary) – ওয়ার্কার ক্যাটাগরি – ৩০,০০০-৭০,০০০ এবং অফিসার ক্যাটাগরি – ৪০,০০০-৯০,০০০
শূন্যপদ (Vacancy) – ৩৩,৭৮০টি
Age Limit of MTDIND Recruitment 2022 (বয়সসীমা)
২০.০২.২০২২ এই তারিখ হিসাবে General হলে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে OBC হলে ১৮ theke ৩৮ বছরের মধ্যে SC/ST হলে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
আরও পড়ুন :-
পশ্চিমবঙ্গে Axis Bank এ ১২ পাশ এ চাকরি | WB Axis Bank recruitment 2022 | Axis Bank Career
পশ্চিমবঙ্গে রেলে Group C ও Clark স্থায়ী পদে কর্মী নিয়োগ | Railway Requirement 2022 Apply Online
Keto Diet in Hindi | Keto Diet कैसे काम करता है – पूरी जानकारी
How to Apply for MTDIND Recruitment 2022 (আবেদন পদ্ধতি)
এই পোস্ট এ আবেদন করার জন্য আপনাকে অনলাইন এ আবেদন করতে হবে। নিচে অনলাইন আবেদনের লিঙ্ক দাওয়া হয়েছে সেখান থেকে আপনি সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য (Application Fees) – ২১০ টাকা এবং এটি ফেরত দাওয়া হবে না।
Selection Process of MTDIND Recruitment 2022 (নিয়োগ পদ্ধতি)
শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে সিলেকশন করা হবে। ১২০ নম্বর থাকবে সিলেকশন প্রসেস এ যার মধ্যে মাধ্যমিক এ যেই পার্সেন্টেজ নম্বর পাবেন সেই হিসাবে সেখানে ১০০ নম্বর ধরা হবে এবং ২০ নম্বর ধরা হবে অতিরিক্ত শিক্ষার জন্য। এই ভাবে এখানে E-Selection হবে এবং আপনি সিলেক্ট হলে SMS er মাধ্যমে আপনাকে জানিয়ে দাওয়া হবে যে আপনি কোন কোর্স এর জন্য সিলেক্ট হয়েছেন। এই ট্রেনিং টি ১৪ মাস এর জন্য দাওয়া হবে। একজন প্রার্থী শুধুমাত্র ২টো পোস্ট এর জন্য আবেদন করতে পারবেন।
এর সাথে এই ট্রেনিং চলা কালীন প্রতিমাসে আপনাকে ১০ হাজার টাকা করে বেতন দাওয়া হবে অর্থাৎ ১৪ মাসে ১লক্ষ ৪০ হাজার টাকা। এর সাথে আপনি এখানে থাকার জন্য রুম পাবেন এবং খাবার ফ্রী পাবেন।
MTDIND Recruitment 2022 Important Dates (গুরুত্তপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ০৪.০১.২০২২ |
আবেদন শুরু | ০৪.০১.২০২২ |
আবেদন শেষ | ১৭.০২.২০২২ |
রেজাল্ট প্রকাশিত হবে | ২৮.০২.২০২২ |
MTDIND Recruitment 2022 Importent Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice | DOWNLOAD |
Official Website | CLICK HERE |
Online Apply | CLICK HERE |
> IIT Kya Hai | आईआईटी की पूरी जानकारी हिंदी में | IIT Full Form