(2022 সে) মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ৬টি নতুন প্রকল্প,৩০,০০০ টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে । The Chief Minister announced 6 new scheme

(2022 সে) মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ৬টি নতুন প্রকল্প, ৩০,০০০ টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে । The Chief Minister announced 6 new scheme, 30,000 directly to the bank account.

আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিত্যদিন নতুন নতুন প্রকল্প আনছেন এবং সেই সমস্ত প্রকল্পের টাকা আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন।

আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী কিন্তু নতুন করে ৬টি প্রকল্প চালু করেছেন এবং যে প্রকল্পের টাকা আপনারা কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট এ পেয়ে যাবেন। এবং সেই সমস্ত প্রকল্পে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনারা কিন্তু ১০০০ টাকা থেকে শুরু করে ৩০০০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন।

কারা কারা আবেদন করতে পারবেন, কোথায় আবেদন করতে পারবেন, কি কি ডকমেন্টস লাগবে, কি কি সেই প্রকল্প। সেই সমস্ত কিছু আমরা এখানে জানতে পারবো।

Table of Contents

দেখেনিন কি কি সেই ৬টি প্রকল্প|

প্রথম যে প্রকল্পটি সেটা হলো জয় বাংলা প্রকল্প | Joy Bangla Prakalpa | Jai Bangla Pension Scheme

পশ্চিবঙ্গের নতুন একটি চমকপ্রদ প্রকল্প হলো জয় বাংলা প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন প্রতি মাসে ১০০০ টাকা অর্থাৎ বারো মাসে কিনতু ১২,০০০ টাকা পেয়ে যাবেন। আর আপনারা যদি জয় বাংলা প্রকল্পের ফর্ম ফিলআপ করেন সেখানে কিন্তু আপনারা তিনটে প্রকল্পের একসাথে লাভ নিতে পারবেন। অর্থাৎ জয় বাংলার একটা ফর্ম এ ৩টে প্রকল্প আছে এবং সেই ৩টে প্রকল্পের লাভ সরাসরি আপনারা নিতে পারবেন এবং সেখান থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেয়ে যেতে পারবেন।

তাহলে কারা কারা কারা পাবেন এবং কি কি প্রকল্প আছে এই জয় বাংলার মধ্যে দেখে যাওয়া যাক।

১. তপশিলি বন্ধু প্রকল্প – এখানে আপনাকে দাওয়া হবে ১০০০টাকা করে প্রতি মাসে।

২. জয় জোহর প্রকল্প – এখানেও আপনাকে ১০০০ টাকা করে দাওয়া হবে প্রতি মাসে।

৩. মানবিক প্রকল্প ( প্রতিবন্ধী) – এখানেও আপনাকে ১০০০ টাকা করে দাওয়া হবে প্রতি মাসে কিন্তু যে মানবিক প্রকল্পটা সেটা কিন্তু শুধু মাত্র প্রতিবন্ধী ক্যাটাগরির মানুষদের জন্যে অর্থাৎ যারা যারা PWD এর আন্ডার এ পরেন তারাই কিন্তু শুধু মাত্র এই প্রকল্পে সুবিধা নিতে পারবেন।

কি কি ডকুমেন্টস লাগবে ??

  • ভোটার কার্ড
  • আধার কার্ড
  • ব্যাংকের পাসবুক
  • জাতি শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট
  • প্রতিবন্ধী সার্টিফিকেট ( PWDS )

কোথায় যোগাযোগ করতে হবে ??

বর্তমানে আপনারা চাইলে এই প্রকল্পের জন্যে সরাসরি আপনাদের গ্রাম পঞ্চায়েত / পুরসভায় যোগাযোগ করতে পারেন। এতদিন পর্যন্ত এই ফর্ম টা দুয়ারে সরকার ক্যাম্প এই দাওয়া হচ্ছিল। যেহেতু আখন দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়ে গেছে সেহেতু আপনারা এখন সরাসরি আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চয়েত অথবা পৌরসভা থেকে ফর্মটি তুলে আপনারা সাবমিট করতে পারবেন।

আরও নতুন প্রকল্প  লক্ষ্মীর ভান্ডারে এবার ৪০০০ ও ২০০০ টাকা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে । Lakshmir Bhandar Scheme New Update

দ্বিতীয় যে প্রকল্পটি সেটি হল কৃষক বন্ধু প্রকল্প  | Krisok Bondhu Prakalpa | Krishak Bandhu Scheme

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প, যে প্রকল্পের টাকার পরিমাণ আগের থেকে কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে।

যাদের এক একর বা তার থেকে বেশি জমি আছে তারা কিন্তু বছরে ২টো কিস্তির মাধ্যমে ৫০০০+৫০০০ করে মত ১০,০০০ টাকা পাবেন, এবং যাদের এক একরের কম জমি আছে তারা ২৫০০+২৫০০ মোট ৫০০০ টাকা পাবেন।

এই ফর্মটি ফিলআপ করার জন্যে কি কি ডকুমেন্টস লাগবে ??

  • চাষযোগ্য জমির কাগজ
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ব্যাংকের পাস বই
  • ২ কপি ছবি

তৃতীয় হল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। Bina Mulya Samajik Suraksha Yojana | BM-SSY Scheme

এই যোজনা কারা কত টাকা পাবে তা আমরা একবার দেখে নেই।

  • একাদশ শ্রেণীতে পড়াশোনা করলে পাওয়া যাবে ৪০০০ টাকা।
  • দ্বাদশ শ্রণীতে পড়াশোনা করলে পাওয়া যাবে ৫০০০ টাকা
  • যারা ITI নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে দাওয়া হবে ৬০০০ টাকা
  • শুধু মাত্র যারা স্নাতক নিয়ে পড়াশোনা করছে অর্থাৎ যারা প্যাস নিয়ে পড়াশোনা করছে তাদেরকে দাওয়া হবে ৬০০০ টাকা
  • যারা কলা/ বিজ্ঞান/ বাণিজ্য বিভাগ নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন তাদেরকে দেওয়া হবে ১০,০০০ টাকা
  • পলিটেকনিক নিয়ে পড়াশোনা করলে আপনাকে দাওয়া হবে ১০,০০০ টাকা
  • ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে দাওয়া হবে ৩০,০০০ টাকা।

*উপভোক্তের দুটি কন্যা সন্তান থাকলে এবং তাদের স্নাতক স্তরে পড়াশোনার জন্য দেওয়া হবে ২৫,০০০ টাকা এবং সেটাও কিন্তু এককালীন।

যোগ্যতার মানদন্ড –

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • বয়স ১৮ থেকে ৬০ বছর এর মধ্যে হতে হবে।
  • পরিবারের মাসিক আয় ৬৫০০ টাকার বেশি হলে চলবে না।
  • আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক হতে হবে।

কোথায় আবেদন করবেন ??

বর্তমানে আপনারা চাইলে এই প্রকল্পের জন্যে সরাসরি আপনাদের গ্রাম পঞ্চায়েত / পুরসভায় যোগাযোগ করতে পারেন। এতদিন পর্যন্ত এই ফর্ম টা দুয়ারে সরকার ক্যাম্প এই দাওয়া হচ্ছিল। যেহেতু আখন দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়ে গেছে সেহেতু আপনারা এখন সরাসরি আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চয়েত অথবা পৌরসভা থেকে ফর্মটি তুলে আপনারা সাবমিট করতে পারবেন।

কি কি ডকুমেন্টস লাগবে ??

  • বাবা বা মায়ের ভোটার বা আধার কার্ড এর জেরক্স
  • জন্মের প্রমাণপত্র
  • সরকারী তথ্যসহ ব্যাংকের বইয়ের জেরক্স
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি

চতুর্থ প্রকল্পটি হলো কন্যাশ্রী প্রকল্প | Kanyashree Prakalpa | kanyashree Scheme

কন্যাশ্রী প্রকল্পে আবেদন করলে মেয়েদের অ্যাকাউন্টে সরাসরি ২৫,০০০ টাকা দাওয়া হবে। এই প্রকল্পকে কিন্তু ২টো ভাগে ভাগ করা হয়েছে টা হলো K1 এবং K2।

K1. সরকারী স্বীকৃত নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে অষ্টম থেকে তার উর্ধ্বে পড়াশোনা করলে এবং ১৩ থেকে ১৮ বছর এর মধ্যে অবিবাহিত মেয়েদের বার্ষিক ১০০০ টাকা করে দাওয়া হবে।

K2. উপরোক্ত প্রতিষ্ঠানে পাঠরত এবং আবেদন করার সময় বয়স ১৮ বছর এর বেশি কিন্তু ১৯ বছরের কম বয়সী অবিবাহিত মেয়ে হলে তাদের সরাসরি ২৫,০০০ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দাওয়া হবে।

কি কি ডকুমেন্টস লাগবে ??

  • বাবা বা মায়ের ভোটার বা আধার কার্ড এর জেরক্স
  • জন্মের প্রমাণপত্র
  • সরকারী তথ্যসহ ব্যাংকের বইয়ের জেরক্স
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি

কোথায় যোগাযোগ করবেন ??

এই ফর্মটি আপনাকে আপনার স্কুল থেকে সংগ্রহ করতে হবে এবং স্কুলেই ফর্মটি জমা করতে হবে।

পঞ্চম প্রকল্পটি হলো রুপশ্রী প্রকল্প। Rupashree Prakalpa | Rupashree Scheme

পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ৫০ হাজার টাকার কম তাদের বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থাকে সেই কন্যা সন্তানের বিয়ের জন্য এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হবে।

যোগ্যতার মানদন্ড –

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অথবা বিগত ৫ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে।
  • বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে
  • পাত্রের বয়স অবশ্যই কমপক্ষে ২১ বছর হতে হবে
  • পারিবারিক আয় বছরে ১.৫ লক্ষ টাকার নিচে হতে হবে
  • নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে

কি কি ডকুমেন্টস লাগবে ??

  • বাবা বা মায়ের ভোটার বা আধার কার্ড এর জেরক্স
  • জন্মের প্রমাণপত্র
  • বিবাহের কার্ড বা পাত্র
  • কন্যার ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স
  • সরকারী তথ্য সহ ব্যাংকের পাস বইয়ের জেরক্স
  • পাত্রীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি

ষষ্ঠম প্রকল্পটি হলো যুবশ্রী প্রকল্প | Yuvashree Prakalpa | yuvashree Scheme – Employment Bank

এই প্রকল্পে আপনারা কিন্তু সরাসরি ১৫০০ টাকা করে পেয়ে যাবেন এবং এটা কিন্তু ছেলে মেয়ে উভয় এর জন্যই কিন্তু সরকার আপনাকে ১৫০০ টাকা করে ভাতা দেবেন।

তথ্য প্রযুক্তিগত সহায়তা মাধ্যমে রাজ্যে এমপ্লয়মেন্ট এক্সচে্জের থেকে তৈরি এমপ্লয়মেন্ট ব্যাংক। এই প্রকল্পের মাধ্যমে কর্ম সন্ধানীদের প্রতিমাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

যোগ্যতার মানদন্ড –

  • বেকার ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • অন্তত ৮ পাশ করতে হবে
  • বয়স ১৮ থেকে ৪৫ এর মধ্যে হতে হবে।

কি কি ডকুমেন্টস লাগবে ??

  • সমস্ত এডুকেশন সার্টিফিকেট এর জেরক্স
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ৩ কপি রঙিন ছবি
  • জন্মের প্রমাণপত্র
  • সরকারী তথ্য সহ ব্যাংকের বইয়ের জেরক্স

কোথায় যোগাযোগ করতে হবে??

এই সমস্ত ডকুমেন্টে নিয়ে আপনাকে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিস এ যেতে হবে এবং সেখান থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। কিন্তু তার আগে আপনাকে অনলাইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্টার করতে হবে।

তাহলে এই ছিল ৬টি প্রকল্প যার মাধ্যমে আপনারা সরাসরি পেয়ে যাবেন ১০০০ টাকা থেকে শুরু করে ৩০,০০০ টাকা পর্যন্ত। তাই আপনাদের মধ্যে যারা যারা এই সমস্ত প্রকল্পের অন্তভূক্ত হতে চান তারা কিন্তু এই মুহূর্তে ফর্ম সংগ্রহ করে ফিলআপ করতে পারেন।

Leave a Comment

Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films