Apollo মেডিসিন ফার্মেসিতে কর্মী নিয়োগ | Apollo Pharmacy Job Recruitment 2024

Apollo Pharmacy Job Recruitment 2024, apollo pharmacy job contact number, apollo pharmacy job vacancy in kolkata, apollo pharmacy job vacancy near me, apollo pharmacy job recruitment 2024 near me, apollo pharmacy job recruitment 2024 apply online, apollo pharmacy job qualification, apollo pharmacy jobs for freshers, apollo pharmacy fresher salary.

অ্যাপেলো মেডিসিন ফার্মেসিতে বর্তমানে বেশ কয়েকটি পোস্টে নিয়োগ চলছে। আপনাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ এবং গ্র্যাজুয়েশন পাশ করা থাকলে অ্যাপেলো মেডিসিন ফার্মেসিতে আপনারা বিভিন্ন পোস্টে আবেদন করে কাজ করতে পারবেন। আপনারা জানতে পারবেন মেডিসিন কোম্পানি কীভাবে আবেদন করবেন, কতগুলি শূন্যপদে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে কোন কোন লোকেশনে আপনার কাজ করতে পারবেন সমস্ত কিছু বিস্তারিত ভাবে নিচে জানানো হয়েছে।

Total Vacancy Of Apollo Pharmacy Job Recruitment 2024

Apollo Pharmacy তে বর্তমানে নিয়োগ চলছে এখানে মোট 120 টি শূন্যপদ রয়েছে। যেখানে আপনি চাইলে আবেদন করে কাজ করতে পারবেন।

Name Of Post

1. Packaging (10th Pass)

2. Helper (10th Pass)

3. Supervisor (12th Pass)

4. Order Delivery (12th Pass)

5. Loading And Unloading (10th Pass)

Qualification Of Apollo Pharmacy Job Recruitment 2024

শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে অষ্টম থেকে গ্র্যাজুয়েশন পাশ করা থাকলে কিন্তু আপনার বিভিন্ন পোস্টে আবেদন করে অ্যাপোলো মেডিসিন ফার্মেসিতে করে কাজ করতে পারবেন। ছেলে এবং মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবেন। উভয়ের কোয়ালিফিকেশন অনুযায়ী বিভিন্ন পোস্টে আবেদন করে কাজ করতে পারবেন। 

Duty Timing Of Apollo Pharmacy Job Recruitment 2024

এখানে কাজ করতে গেলে আপনাদের ডিউটি টাইমিং থাকবে টোটাল 9 ঘণ্টা। অর্থাৎ 8 ঘণ্টা করে প্রতিদিন ডিউটি করতে হবে এবং এর সঙ্গে 1 ঘণ্টা করে ব্রেক টাইম থাকবে। 

Read More

Flipkart কোম্পানিতেনতুনকর্মীনিয়োগ 2024 | Flipkart Recruitment 2024 – Direct Job in Flipkart

Salary Of Apollo Pharmacy Job Recruitment 2024

এখানে আপনারা স্টার্টিং স্যালারি পেয়ে যাবেন 16,400 টাকা থেকে 23,300 টাকার মধ্যে আপনারা স্যালারি পেয়ে যাবেন। যাদের মেডিসিন ফার্মেসিতে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁরা 23,300 টাকা স্টার্টিং স্যালারি পেয়ে যাবেন এবং যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদের স্টার্টিং স্যালারি 16,400 টাকা পেয়ে যাবেন। এর সাথে Pf, ESI, OT এবং Bonus এই সমস্ত অন্যান্য ফেসিলিটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন।

Age Limit Of Apollo Pharmacy Job Recruitment 2024

এখানে যে বয়সসীমা চাওয়া হয়েছে সেটা হল ছেলেদের ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে সেটা হল 18 থেকে 40 বছরের মধ্যে ছেলেরা আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে সেটা হল 18 থেকে 38 বছরের মধ্যে মহিলারা আবেদন করতে পারবেন বিভিন্ন ডিপার্টমেন্টের কাজের ক্ষেত্রে। 

এর সঙ্গে সঙ্গে সপ্তাহে যেকোনো 1দিন আপনারা ছুটি নিতে পারবেন এবং সেটাও আপনার পছন্দ মত, অর্থাৎ সপ্তাহে কিন্তূ 6দিন করে আপনাদেরকে ডিউটি করতে হবে।

Job Location Of Apollo Pharmacy Job Recruitment 2024

এখানে কলকাতা সহ বিভিন্ন জেলা তে জব লোকেশন আপনারা পেয়ে যাবেন।  অল ওভার কলকাতা অর্থাৎ কলকাতার সমস্ত এরিয়ার মধ্যে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এর সঙ্গে হাওড়া,  দক্ষিণ 24 পরগনাস, শিলিগুড়ি, মেদিনীপুর, ডানকুনি, দমদম, বাঁকুড়া ও অন্যান্য বিভিন্ন লোকেশন এ বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে সমস্ত লোকেশন এ আপনাদের সুবিধা মনে হয় সেই সমস্ত লোকেশন এ আবেদন করতে পারেন।

How To Apply On Apollo Pharmacy Job Recruitment 2024

অ্যাপোলো মেডিসিন কোম্পানিতে আপনারা Online এর মাধ্যমে আপনাকে আবেদন করতে পারবেন। অথবা নিচে দাওয়া ফোন নম্বর এর সাহায্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন।  

Apollo Pharmacy Job Contact Number 

Contact Number8282823883
WebsiteApply
Read More

Phonepe কোম্পানিতেপ্রচুরপরিমাণেকর্মীনিয়োগকরাহচ্ছে | মাসিকবেতন 18000 হাজারথেকে 25000 হাজার 

Leave a Comment

Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films