৪০,৮০০ টাকা পাবেন জব কার্ড থাকলে | West Bengal job card checklist | MGNREGA

৪০,৮০০ টাকা পাবেন জব কার্ড থাকলে | West Bengal job card checklist | MGNREGA | West Bengal job card list | Job Card WB

আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যে বহু প্রকল্প শুরু করেছেন তারমধ্যে একটা হচ্ছে জব কার্ড। এই জব কার্ড এর মাধ্যেমে বর্তমানে যারা যারা একশো দিন এর কাজ করেন তারা যে টাকাটি পান সেই টাকাটি কিন্তু সরাসরি তাদের ব্যাংক এ দাওয়া হয়।

কিন্তু এই টাকার ভিত্তিতে অনেকেরই কিন্তু সংসার চলে অর্থাৎ যে টাকা টা আপনারা পান একশো দিন এর কাজ করে সেই টাকাটার উপরেই কিন্তু মানুষের সারা মাসের সংসার চলে। সেই জন্যই কিন্তু আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন যে এই একশো দিনের কাজটিকে যদি পরিবর্তন করে দুশো দিনের করা হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের অর্থাৎ যারা যারা এই জব কার্ড এ অন্তর্ভুক্ত হয়ে এই একশো দিনের কাজ করছেন বর্তমানে তাদের অনেক উপকার হবে এবং বর্তমানে এই একশো দিনের কাজে আপনাদের কিন্তু দাওয়া হয় ২০৪ টাকা যদি আপনাদের এটাকে দুশো দিনের করা হয় তখন কিন্তু আপনাদের টাকার পরিমাণ টা গিয়ে দুশো দিনের মাথায় গিয়ে দারাবে ৪০,৪০০ টাকা অর্থাৎ বর্তমানে আপনারা একশো দিনের কাজ করে পান ২০,৪০০ টাকা সেটাকে যদি দুশো দিনের কাজ করা হয় তাহলে কিন্তু আপনরা পেয়ে যাবেন সরাসরি পেয়ে যাবেন ৪০,৪০০ টাকা।

আরও নতুন প্রকল্প-

লক্ষ্মীর ভান্ডারে এবার ৪০০০ ও ২০০০ টাকা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে । Lakshmir Bhandar Scheme New Update

রাজ্য ও কেন্দ্র সরকার চালু করল “এক পরিবার এক চাকরি প্রকল্প” | Ek Poribar Ek Chakri Prakalpa 2022

LPG Cylinder Ration Store | রেশন দোকানে এবার থেকে গ্যাস সিলিন্ডার | Common Service Center 2022

মোদীর নতুন প্রকল্প গুড সামারিটান ২০২২ | Good Samaritan Scheme 2022

এই প্রস্তাবটি কিন্তু সরাসরি তিনি ইতি মধ্যে রেখেছেন কিন্তু এই প্রস্তাব টি এখনও পর্যন্ত সংশন হয়নি। কিন্তু তিনি চেষ্টা করে চলেছেন যাতে এই কাজটিকে যাতে খুব শীঘ্রই করা সম্ভব হয়। আপনারে জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতি মধ্যে বহু প্রকল্প এনেছেন পুরনো অনেক প্রকল্পকেই আবার নতুন করে চালু করছেন। সেই প্রকল্প গুলোকেই আবার নতুন করে আপডেট করা হচ্ছে তার মধ্যেই একটা হলো এই জব কার্ড। জব কার্ড এর যে একশো দিনের কাজটা সেটাকেই তিনি চাইছেন দুশো দিনে পরিবর্তন করা এবং এই ২০৪ টাকার আগে কিন্তু আপনাদের দাওয়া হত ১৯১ টাকা তখন কিন্তু আপনারা পেয়ে যেতেন ১৯,১০০ টাকা এবং সেটা যদি দ্বিগুণ করা হতো তাহলে কিন্তু আপনারা পেতেন ৩৪,২০০ টাকা কিন্তু বর্তমানে আপনারা পান ২০৪ টাকা অর্থাৎ সেটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে আপনারা পেয়ে যাবেন ৪০,৮০০ টাকা। 

আমাদের রাজ্যের মাননীয়া মুখ্মন্ত্রী কিন্তু এই প্রকল্পটি নিয়ে চিন্তা ভাবনা করছেন। সাধারণ মানুষ যাতে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারে। এই জব কার্ড এর উপরে নির্ভর করে যেহেতু অনেক মানুষের সংসার চলে। তাদের সাংসারিক আর্থিক সহায়তা যাতে আরও বাড়তে পারে এই জন্যই কিন্তু তার এই প্রচেষ্টা। আগামী দিনে হয়তো এই প্রকল্পটি বাস্তবায়ন হবে। হয়তো আপনাদের একশো দিনের পরিবর্তে দুশো দিনের কাজ করা সম্ভব হবে। তখন কিন্তু আপনারা দুশো দিনের মাথায় ৪০,৮০০ টাকা পেয়ে যেতে পারেন।

Leave a Comment

With Saudi suitors circling, Benzema will depart from Real Madrid At Meet the Press, NBC’s Chuck Todd declares that this is his “final summer.” Game 2 predictions, odds, and same-game parlays for Heat vs. Nuggets At UFC 292, Zhang Weili will be eliminated by Amanda Lemos The Vegas Golden Knights come back to defeat the Florida Panthers in Game 1