আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করে দিয়েছেন। বর্তমানে যাদের যাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনও এসে পৌঁছায়নি বা যাদের যাদের এপ্লিকেশন এখনও পেন্ডিং আছে। তাদের আর কোনো চিন্তার কারন নেই।
তারা যেমন গত সমস্ত মাস এর টাকা পাবে তার পাশাপাশি তাদের অ্যাপ্লিকেশন এ যা যা ভুল ছিল তাদের অ্যাপ্লিকেশন কিন্তু এবার সঠিক ভাবে করেকশন করে নেবে সমস্ত জেলাশাসক গুলো এবং সেখানে আপনাদের যে সমস্ত কার্ডের সমস্যা ছিল অর্থাৎ যদি আপনাদের সাস্থ্যসাথী কার্ডে যদি কোনো নম্বর ভুল থাকে বা আপনাদের বর্তমান এ সাস্থ্যসাথী কার্ড না হয়ে থাকে এবং আপনারা যদি URN নম্বর দিতে না পারেন।
তার পাশাপাশি যদি আপনার কাছে আধার কার্ড নম্বর না থাকে বা আধার কার্ড নম্বর দিতে ভুল করেছেন বা ব্যাংক এর প্যাসবুক নম্বর দিতে ভুল করেছেন বা আপনাদের কাছে যে জাতি সংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট সেটা যদি আপনার কাছে বর্তমানে না থাকে এবং যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট এর নম্বর আপনারা দিতে ভুল করেছেন সেই সমস্ত করেকশান কিন্তু আপনাদের আর কোনো চিন্তার কারন নেই সরকার কিন্তু সেই করেকসন নিজে থেকে করে নেবে। এবং সেই কোরেকশন এর জন্যে কিন্তু আপনার বাড়িতে বাড়িতে গিয়ে সরাসরি করা হবে। তার জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না।
তার পাশাপশি যদি আপনার এই সমস্ত কার্ড না থাকে তাহলে যে যে কার্ড এর মাধ্যমে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া যাবে সেই কার্ড গুলো কিন্তু সরকার আপনাকে বিনা মূল্যে উপলব্ধি করিয়ে দেবে। তার জন্যে আপনাকে র কোনো আপ্লিকেশন ফর্ম জমা করতে হবে না।
আপনি লক্ষ্মীর ভান্ডারের যে ফর্ম সাবমিট করেছিলেন তাতে যদি আপনি এলিজেবল হন অর্থাৎ আপনি যদি সেই কাইটেরিয়ার মধ্যে পরেন তাহলে যে যে ডকোমেন এর দরকার যে যে সার্টিফিকেট এর দরকার যে যে কার্ড এর দরকার সেই কার্ড সরকার সেই কার্ড কিন্তু সরকার আপনাকে বিনামূল্যে উপলব্ধি করিয়ে দেবে তার জন্য আপনাকে বিডিও অফিস বা এইচডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত কোথাও যেতে হবে না। জেলা শাসক থেকে সরাসরি আপনার বাড়িতে আসবে এসে কিন্তু সমস্ত কার্ড আর ডিটেইলস নেবে যদি আপনার কাছে কার্ড না থাকে সেখানে কিন্তু আপনারা ফর্ম ফিলআপ করিয়ে নেওয়া হবে এবং আপনার নতুন কার্ড এর সাথে সাথে লক্ষ্মীর ভান্ডারের টাকাও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ সরাসরি চলে আসবে।
বর্তমান এ যদি আপনার অখনো লক্ষ্মীর ভান্ডারের টাকা না পেয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর টাকা আপনার সরাসরি কিন্তু তিন হাজার টাকা ও দের হাজার টাকা পাবেন এবং বর্তমান এ যদি আপনারা নভেম্বর এর টাকা টাও না পেয়ে থাকেন তাহলে ডিসেম্বর এ কিন্তু আপনারা সরাসরি চার হাজার টাকা অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসের টাকা অর্থাৎ চার হাজার টাকা ST,SC ও OBC দের জন্য এবং বর্তমানে যারা Genarel আছেন তাদের জন্য দুই হাজার টাকা একসাথে আপনাদের ব্যাংক একাউন্ট এ ঢুকে যাবে।
লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করার জন্য যোগ্যতার মানদণ্ড
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে।
- SC/ST সম্প্রদায়ের সমস্ত পরিবার এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে।
- সাধারণ সম্প্রদায়ের পরিবারের জন্য, যদি পরিবারের একজন কর প্রদানকারী সদস্য থাকে তবে তাকে এই প্রকল্পের সুবিধাগুলি থেকে অব্যাহতি দেওয়া হবে।
- দুই হেক্টর জমির মালিক সাধারণ শ্রেণির নাগরিকরা এই লাখির ভান্ডার প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন না।
লক্ষীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ 2021 গুরুত্বপূর্ণ তারিখ
প্রকল্পের নাম | – | লক্ষ্মীর ভান্ডার প্রকল্প | ||||||||
রাজ্য | – | পশ্চিমবঙ্গ | ||||||||
সুবিধা গ্রহণকারী | – | পশ্চিমবঙ্গের নারী | ||||||||
সুবিধাভোগীর সংখ্যা | – | 1.6 কোটি | ||||||||
টাকার পরিমাণ | – | General 500 টাকা এবং SC/ST 1000 টাকা | ||||||||
ফর্ম | – | লিঙ্ক শীঘ্রই প্রদান করা হবে | ||||||||
মোড অফ অ্যাপ্লিকেশন | – | অফলাইন | ||||||||
আবেদন শুরুর তারিখ | – | ১৬/০৮/২০২১ | ||||||||
আবেদন শেষ তারিখ | – | ১৫/০৯/২০২১ | ||||||||
প্রকল্প শুরুর তারিখ (এর থেকে সুবিধা পাওয়া) | – | ০১/০৯/২০২১ | ||||||||
সরকারী ওয়েবসাইট | – | www.wb.gov.in |
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি
- আধার কার্ড
- জাত শংসাপত্র
-
রেশন কার্ড
- ঠিকানা প্রমাণ
- বয়সের প্রমাণ
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
- রঙিন পাসপোর্ট সাইজের ছবি
- মোবাইল নম্বর
আরও নতুন প্রকল্প – (2022 সে) মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ৬টি নতুন প্রকল্প,৩০,০০০ টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে । The Chief Minister Announced 6 New Scheme
লক্ষ্মীর ভান্ডার আবেদনপত্র পূরণ করার আগে তথ্য থাকতে হবে
- সুবিধা গ্রহণকারীর নাম
- মাসিক আয়ের বিবরণ
- ঠিকানা
- ভোটার আইডি কার্ড নম্বর
- আধার কার্ড নম্বর
- মোবাইল নম্বর
- জন্ম তারিখ
লক্ষ্মীর ভান্ডার আবেদনপত্রে প্রয়োজনীয় ব্যাঙ্ক তথ্য
- ব্যাঙ্কের নাম
- ব্যাঙ্ক শাখার নাম
- আইএফএসসি কোড
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর
লক্ষ্মীর ভান্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- স্বাস্থ্য সাথী কার্ড
- SC/ST সার্টিফিকেট (যদি আপনার থাকে)
- ব্যাঙ্ক পাসবুকের কপি
- আধার কার্ড