Winter Olympics India Boycott Winter Olympics Winter Olympics India winter olympics 2022 winter olympics india 2022 winter olympics 2022 india why india boycott winter olympics?
চীনে Winter Olympics বয়কট করল ভারত। উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানে Olympics এ অংশ নেবে না ভারতের কোনো প্রতিনিধি। বিদেশমন্ত্রক জানিয়ে দিয়েছেন Winter Olympics যেটা চিনে অনুষ্ঠিত হতে চলেছে সেই অলিম্পিকে ভারত সরকারি ভাবে অংশগ্রহণ করবে না। অর্থাৎ ভারতের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবেন না।
কিছুদিন আগে একটি ছবি প্রকাশ করা হয় সেখানে দেখা যাচ্ছে গালওয়ানে ২০২০ সালে ভারত ও চিনের মধ্যে যে সংঘর্ষ ঘটনা ঘটেছিল। সেই সংঘর্ষে যে চিনা কমান্ডার এর নির্দেশে হামলা চলেছিল ভারতীয় সেনাবাহিনীর উপর সেই সেনা কমান্ডারকে অলিম্পিকে Torch Bearer করা হয়েছে এবং ভারত মনে করছে এটা গালওয়ান সংঘর্ষকে উস্কানি দাওয়া হচ্ছে। এই কারণেই ভারত সরকারি ভাবে Winter Olympics থেকে নাম প্রত্যাহার করল।
আরও পড়ুন:-
Cryptocurrency কি? Bitcoin কি? কিভাবে কাজ করে এই Cryptocurrency
প্রয়াত হলেন সুরের জগতের নক্ষত্র | RIP Lata Mangeshkar News Today in Bengali
বিদেশমন্ত্রক এর তরফ থেকে দুটি বিষয়ে খুব স্পষ্ট করে বলা হয়েছে –
প্রথমত, এই যে গালওয়ান সংঘর্ষের মূল হোতা সেনা কমান্ডার কে Olympics এর Torch Bearer করা হয়েছে এটা অত্যন্ত অপমান জনক এবং এটা যুদ্ধকে উস্কানি দাওয়া হয়েছে, অশান্তিকে উস্কানি দাওয়া হয়েছে।
দ্বিতীয়ত, যে কথা বলা হয়েছে যেভাবে অলিম্পিকের সিডিউলে তৈরী করা হয়েছে যেভাবে অলিম্পিকে ঘিরে সোশ্যাল মিডিয়া কাজ করছে তা থেকে এটা স্পষ্ট যে অলিম্পিকে ঘিরে রাজনীতি হচ্ছে। এটা অলিম্পিকের ইতিহাসে খুবই অভূতপূর্ব এবং নজিরবিহীন। এই কারণেই ভারত সরকারি ভাবে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন।