Rupay কার্ড থাকলেই পেয়ে যাবেন ১০লাখ টাকার ফ্রী ইনস্যুরেন্স | What is personal accident cover of RuPay debit card?

What is personal accident cover of RuPay debit card? Rupay card insurance eligibility How to claim rupay card insurance Rupay card insurance amount Rupay card insurance claim form sbi

আমাদের সকলের কাছেই প্রায় একটি Rupay Card আছে বা আমরা অনেকেই প্রধানমন্ত্রী জন ধন যোজনায় অ্যাকাউন্ট বানিয়েছিলেন । এই দুটির মধ্যে যদি যেকোনো একটি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ১০ লাখ টাকা পর্যন্ত ইনস্যুরেন্স আমরা ফ্রী তে পেয়ে যেতে পারি এবং এই যে  ইনস্যুরেন্স তার জন্য আমাদের কোনোরকম প্রিমিয়াম দিতে হবে না বা কোনো রকম ফর্ম ফিলআপ ও করতে হবে না। কিন্তু কোনো ক্ষেত্রে যদি আমাদের এই ইনস্যুরেন্সটি ক্লেইম করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্লেইম করার ১০ দিনের মধ্যে টাকাটি আমাদের ব্যাংকে জমাও হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এই যে ইনস্যুরেন্স এর এলিজিবিলিটি কি? বা এই ইনস্যুরেন্স এর টাকাটি আমরা কখন পাবো বা এটা পেতে হলে আমাদের কি করতে হবে সেই সমস্ত কিছু নিচে বিস্তারিত ভাবে দাওয়া রইল।

এই ইনস্যুরেন্সটি কি ধরনের Insurance ?

আমাদের যে ইনস্যুরেন্স টি যেটি আমরা Rupay Debit Card এর সাথে পাচ্ছি সেটা কিরকম ধরনের ইনস্যুরেন্স।  এটাকি কোনো Health Insurance? না এটা কোনো Health Insurance বা Medical Insurance না। এটা হল একটি Accidental Death Insurance অর্থাৎ কারোর যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেখানে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার পরিবার এই Insurance টি Claim করতে পারবে এবং কারোর যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় এবং সেক্ষেত্রে কারোর যদি কোনো Permanently Disablity অর্থাৎ প্রতিবন্ধকতা চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই Insurance টি Claim করা যাবে।

Rupay Debit Card কত রকমের হয়?

আমাদের যে Rupay Debit Card সেটা কিন্তু আলাদা আলাদা রকমের হয়ে থাকে এবং এই আলাদা আলাদা রকমের Rupay Debit Card এর সঙ্গে এই Insurance এর টাকাটি সেটাও পরিবর্তন হয়।

Rupay Debit Card প্রধানত দুই রকমের হয় সেটা হল Premium Rupay Debit Card এবং Non-Premium Rupay Debit Card।

এই Non- Premium Rupay Debit Card আবার তিন রকমের হয়১. Classic Rupay Debit Card, ২. PMJDY (Old) Rupay Debit Card এবং ৩. PMJDY (New) Rupay Debit Card।

PMJDY Old এবং New এর মধ্যে কি পার্থক্য রয়েছে। যে সকল Rupay Card গুলো এই PMJDY এর আন্ডার এ ২০১৮ সালের ২৮সে আগস্ট এর আগে ইস্যু করা হয়েছে সেগুলো হবে Old Card এবং যে Card গুলো ২০১৮ সালের ২৮সে আগস্ট এর পরে ইস্যু করা হয়েছে সেগুলো হবে New Card।

Premium Debit Card আবার দুই রকমের হয়ে থাকে ১. Platinum Card এবং ২. Select Rupay Card।

আরও পড়ুন :-

Cryptocurrency কি? Bitcoin কি? কিভাবে কাজ করে এই Cryptocurrency জেনে নিন

৪০,৮০০ টাকা পাবেন জব কার্ড থাকলে | West Bengal job card checklist | MGNREGA

Winter Olympics বয়কট করলো ভারত | India Boycott Winter Olympics | Winter Olympics India

কোন Rupay Debit Card এ কত টাকা Insurance দাওয়া হবে?

এখানে আমরা ৫ রকমের Rupay Debit Card দেখতে পেলাম। তার মধ্যে ৩টে Non-Premium এবং ২টি Premium।

Classic Rupay Debit Card – কারোর কাছে যদি Classic Rupay Debit Card থাকে সেই Classic Rupay Debit Card এর সাথে কিন্তু কোনোরকম Insurance থাকে না।

PMJDY Old Card – PMJDY Old Card থাকলে সেক্ষেত্রে Insurance এর Amount হবে ১ লাখ টাকা পর্যন্ত। 

PMJDY New Card – কারোর কাছে যদি PMJDY New Card থাকে সেক্ষেত্রে এই Insurance এর Amount হবে upto ২ লাখ টাকা।

Platinum Rupay Card – Platinum Rupay Card এর ক্ষেত্রে amount পাওয়া যাবে Upto ২ লাখ টাকা। 

Select Rupay Card – কারোর যদি Select Rupay Card থাকে তাহলে Insurance Amount টি হবে Upto ১০ লাখ টাকা।

Rupay Debit Card এ Insurance এর Eligibility কি থাকবে ?

এখানে আপনাদের এই Insurance এ Eligible হওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটি হল আমাদের Rupay Card টিকে ব্যাবহার করতে হবে। যাদের কাছে Non Premium Card টি আছে তাদেরকে অন্তত ৯০ দিনের মধ্যে একবার Card টিকে ব্যাবহার করতে হবে এবং যাদের কাছে Premium Card আছে তাদের ৪৫ দিনের মধ্যে অন্তত একবার কার্ড টি ব্যাবহার করতে হবে। এটি করলেই আপনিও এই Insurance এর জন্য Eligible হয়ে যাবেন।

Insurance কিভাবে Claim করতে হবে?

Non-Premium – Non-Premium অর্থাৎ যাদের কাছে প্রধানমন্ত্রী জন ধন যোজনার Card গুলো রয়েছে তারা কীভাবে আবেদন করবেন। এখানে দুটি পদ্ধতির মাধ্যেমে আপনি Claim করতে পারবেন,

আপনি ব্যাঙ্ক এ গিয়ে জানলে তারা আপনাকে একটি ফর্ম দিয়ে দেবে এই ফর্মটি ফিলআপ করে আপনি এই Insurance টি Claim করতে পারবেন। কিন্তু এই ব্যাঙ্কের মাধ্যমে প্রোসেস এ একটু বেশি সময় লাগে আপনি যদি একটু তাড়াতাড়ি এটি পেতে চান তাহলে আপনি এটি অনলাইনের মাধ্যমে করতে পারেন। যাদের Non Premium Card Holder তাদের যে Insurance সেটি আছে New India কোম্পানির কাছে। এখানে আপনাদের New India কোম্পানিকে কতগুলো Document পাঠাতে হবে Mail এর মাধ্যমে। কোন Email Address এ এটি পাঠাবেন সেটি নিচে দাওয়া হয়েছে। এর পর যে Email টি আপনি করেছেন সেটির Printout বের করে সেটা ফিজিক্যালি এক কপি New India কোম্পানি কে পাঠাতে হবে এবং এক কপি ব্যাংকে গিয়ে জমা করতে হবে। তাহলে এই কপিটি যখনই নিউ ইন্ডিয়া কোম্পানির কাছে পৌঁছে যাবে তার তিন দিনের মধ্যেই তারা একটি Investigating Officer আপনাদের জন্য appoint করবেন। সেই Investigating Officer এসে আপনাদের যে ডকুমেন্টে গুলি সেগুলো চেক করবে এবং তিনি তার রিপোর্ট সাবমিট করার ১০দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট এ টাকা চলে আসবে।

Premium Card – যাদের Premium Card আছে তাদের ক্ষেত্রেও Apply করার প্রসেস টা একদম আগের মতই অর্থাৎ আপনারাও চাইলে বাঙ্কে গিয়ে আবেদন করতে পারেন বা Email করে আবেদন করতে পারেন। কিন্তু আপনাদের যে Account টি সেটা আছে Tata AIG  কাছে অর্থাৎ আপনাদের যে Email করতে হবে সেই Email ID টি আলাদা এবং সেটি নিচে দাওয়া হয়েছে।

Note: সমস্ত রকমের Email ID, Address, কি কি Document লাগবে তার PDF নিচে দাওয়া রইলো আপনারা চাইলে সেখান থেকে Download করে নিতে পারবেন।

New India AddressSenior Divisional Manager Department –
RuPay Insurance Program The New India Assurance Co. Ltd.
DO 142300 1 st Floor, NCL Premises
Plot No. C-6, Bandra Kurla Complex Bandra East, Mumbai- 400051
New India Email[email protected]
TATA – AIG AddressTATA – AIG General Insurance Co. Ltd
A-501, 5th Floor, Bldg No – 4, Infinity Park,
Dindoshi, Malad (East) Mumbai- 400097
TATA – AIG Email[email protected]
Document PDFDOWNLOAD

Leave a Comment

Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films