রাজ্যে নবান্ন অফিসে BSK কর্মচারী নিয়োগ | BSK Recruitment 2022 | BSK Online Application পশ্চিবঙ্গের নবান্ন অফিসে Bsk দফতরে বা Bsk কাজের দেখাশোনা করার জন্যে নতুন কর্মচারী নিয়োগ করা হবে। এখানে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত যোগ্য প্রার্থী পুরুষ ও মহিলা উভয় এখানে আবেদন করতে পারবেন। এখানে কিভাবে আবেদন করতে পারবেন, কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন, বেতন কত দাওয়া হবে, বয়স কত লাগবে, যোগ্যতা কি লাগবে এই সমস্ত তথ্য নিচে দাওয়া রইল।
BSK Recruitment 2022 All Details (সমস্ত তথ্য)
নোটিশ নম্বর | No. 41/P&AR (BSK)/BSK-10/2021 |
প্রতিষ্ঠানের নাম | Government of West Bengal Personnel & Administrative Reforms Department |
যোগ্যতা | গ্র্যাজুয়েশন পাশ |
চাকরির স্থান | কলকাতা |
পোস্ট | ৬টি |
মোট শূন্যপদ | ৯টি |
BSK Recruitment 2022 Post Details (পদের বিবরণ)
(১) চিফ অপারটিং অফিসার (Chief Operating Officer (COO)
শিক্ষাগত যোগ্যতা – এই পোস্ট e আবেদন করার জন্যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কোনো স্বনামধন্য ইনস্টিটিউট থেকে মাস্টার্স ডিগ্রি/এমবিএ করা থাকতে হবে। সাথে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন (Salary) – বছরে ৩০ লক্ষ টাকা বেতন দাওয়া হবে।
শূন্যপদ (Vacancy) – ১টি
(২) চিফ অপারেটিং অফিসার (Chief Operating Officer(CTO)
শিক্ষাগত যোগ্যতা – এই পোস্ট এ আবেদন করার জন্যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম টেক করা থাকতে হবে । সাথে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন (Salary) – বছরে ২০ লক্ষ টাকা বেতন দাওয়া হবে।
শূন্যপদ (Vacancy) – ১টি
(৩) চিফ ফাইনান্স অফিসার (Chief Finance Officer (CFO)
শিক্ষাগত যোগ্যতা – এই পোস্ট এ আবেদন করার জন্যে সি এ(CA) পাশ হতে হবে। তাহলে এই পোস্ট এর জন্য আবেদন করতে পারবেন । সাথে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন (Salary) – বছরে ২০ লক্ষ টাকা বেতন দাওয়া হবে।
শূন্যপদ (Vacancy) – ১টি
(৪) সিনিয়র সফটওয়ার পেরসননেল (Senior Software Personnel)
শিক্ষাগত যোগ্যতা – এই পোস্ট এ আবেদন করার জন্যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম সি এ / বি. টেক /এম টেক পাশ করা হতে হবে এবং সাথে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন (Salary) – বছরে ৯ লক্ষ টাকা বেতন দাওয়া হবে।
শূন্যপদ (Vacancy) – ২ টি
(৫) রেকন্সিলিয়েশন পেরসননেল (Reconciliation Personnel)
শিক্ষাগত যোগ্যতা – এই পোস্ট এ আবেদন করার জন্যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বি.কম / বি বি এ পাশ করা হতে হবে এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন (Salary) – বছরে ৩ লক্ষ টাকা বেতন দাওয়া হবে।
শূন্যপদ (Vacancy) – ২ টি
(৬) Help-Desk Personnel ( হেল্প-ডেস্ক পেরসননেল)
শিক্ষাগত যোগ্যতা – এই পোস্ট এ আবেদন করার জন্য যে কোন শাখায় গ্র্যাজুয়েশন পাশ থাকতে হবে এবং সাথে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন (Salary) – বছরে ৩ লক্ষ টাকা বেতন দাওয়া হবে।
শূন্যপদ (Vacancy) – ২ টি
Age Limit of BSK Recruitment 202 (বয়সসীমা)
যারা এই পোস্ট গুলিতে আবেদন করতে চান তাদের বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে ৫৫ বছরের বেশি হলে তারা এই সমস্ত পোস্ট এর জন্য আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে বয়সের সীমা নির্ধারন করা হবে ১৫.০১.২০২২ এই তারিখ অনুযায়ী।
আরও পড়ুন :-
৪২,০০০ কর্মী নিয়োগ হবে দুয়ারে রেশনে | WB Duare Ration Recruitment 2022
পশ্চিমবঙ্গে Axis Bank এ ১২ পাশ এ চাকরি | WB Axis Bank recruitment 2022 | Axis Bank Career
২০২২সে পশ্চিমবঙ্গে শুরু হল Lockdown | West Bengal Lockdown Guidelines 2022
How to Apply for BSK Recruitment 2022 (আবেদন পদ্ধতি)
এক্ষেত্রে আপনাদের অনলাইন এ আবেদন টি করতে হবে। আবেদন করার লিঙ্ক এবং অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক নিচে দাওয়া রইল সেখান থেকে আপনার সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য (Application Fees) – এখানে কোন আবেদন মূল্যের কথা উল্লেখ করা হয়নি।
Selection Process of BSK Recruitment 2022 (নিয়োগ পদ্ধতি)
এখানে ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে।
BSK Important Dates (গুরুত্তপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ২০.১২.২০২১ |
আবেদন শুরু | ২০.১২.২০২১ |
আবেদন শেষ | ১৫.০১.২০২২ |
ইন্টেরভিয়ের দিন | উল্লেখ নেই |
BSK Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice | DOWNLOAD |
Official Website | CLICK HERE |
Online Apply | CLICK HERE |