পশ্চিমবঙ্গে রেলে Group C ও Clark স্থায়ী পদে কর্মী নিয়োগ | Railway Requirement 2022 Apply Online

Railway Requirement 2022 Apply Online | The Eastern Railway Employees’ Co-Operative Bank Ltd. থেকে প্রকাশিত পশ্চিমবঙ্গের সরকারি রেলওয়ে অফিস এ নতুন কর্মচারী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সরাসরি ক্লার্ক , ম্যানেজার সহ অনেকগুলি পোস্ট এ নিয়োগ করা হবে । যেখানে আপনার এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার যোগ্য প্রাথী অর্থাৎ পুরুষ ও মহিলা উভয় এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন এর জন্য কোনো রকম কোনো ITI পাশ যোগ্যতা লাগছে না।

Railway Recruitment 2022 Apply Online All Details (সমস্ত তথ্য)

নোটিশ নম্বরREF. NO. RECRT. MISC/01/2021
প্রতিষ্ঠানের নামTHE EASTERN RAILWAY EMPLOYEES’ CO-OPERATIVE BANK LTD.
যোগ্যতা গ্র্যাজুয়েশন
চাকরির স্থানপশ্চিমবঙ্গ
পোস্ট৩  টি
মোট শূন্যপদ২১ টি

Railway Recruitment 2022 Post Details (পদের বিবরণ)

(১) অফিসার (OFFICER)

শিক্ষাগত  যোগ্যতা – এক্ষেত্রে M.COM / I.C.W.A(Inter) / ICAI(Inter) এই কোয়ালিফিকেশন থাকতে হবে তাহলে আপনার এই পোস্ট এর জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের ৫ বছরের জন্য সিনিয়র পোস্ট এ অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন (Salary) – ৪৪,৯০০

শূন্যপদ (Vacancy) – ২ টি 

(২) ম্যানেজার  (MANAGER)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোস্ট এর ক্ষেত্রে আবেদন করার জন্য আপনাকে কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করা হতে হবে। এবং এখানে আবেদন করার জন্য ৫ বছরের জন্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন (Salary) – ৩৫,৪০০

শূন্যপদ (Vacancy) – ৪ টি

(৩) লোয়ার ডিভিশন ক্লার্ক   (LOWER DIVISION CLERK (MULTI-DESIGNATED)

শিক্ষাগত  যোগ্যতা – যেকোনো একটি শাখায় গ্র্যাজুয়েশন কম্প্লিট করলে আপনার এই পোস্ট এর জন্য আবেদন করতে পারবেন । এবং এই কাজের ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এই পোস্ট এর ক্ষেত্রে আবেদন করতে পারেন।

বেতন (Salary) – ১৯,৯০০

শূন্যপদ (Vacancy) – ১৫ টি

Railway Recruitment 2022 Age Limit of (বয়সসীমা)

যে সমস্ত আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকবে তার এই সমস্ত পোস্ট এ আবেদন করতে পারবেন । বয়স সীমা হিসাব করা হবে ০১ লা ডিসেম্বর  ২০২১  এই তারিখ হিসাবে ।

আরও পড়ুন :-

সেন্ট্রাল রেলে বিনামূল্যে ট্রেনিং ও প্রতিমাসে বেতন ২০২২ | Central Railway Apprentice Recruitment 2022

রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ | Central Govt Agriculture Recruitment 2022

BSK বা বাংলা সহায়তা কেন্দ্রে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | BSK Recruitment 2021-2022 West Bengal

৮, ৭০০টি শূন্যপদে শিক্ষাকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | WB Teacher Recruitment 2022

How to Apply For Railway Recruitment 2022 (আবেদন পদ্ধতি )

এই চাকরির জন্য আপনাদের অনলাইন এ আবেদন করতে হবে । Official Notice এবং আবেদন করার লিঙ্ক নিচে দাওয়া হয়েছে সেখান থেকে আপনার সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদন মূল্য (Application Fees) – এখানে উল্লেখ ৩ টি পোস্ট এ আবেদন করার জন্য প্রতিটি পোস্ট এর ক্ষত্রে ১০০০ টাকা করে Fee লাগবে অর্থাৎ আপনি যদি ৩ টি পোস্ট এই আবেদন করতে চান তাহলে আপনাকে মোট ৩ হাজার টাকা Fee দিতে হবে। এখানে আপনি অনলাইন এ পেমেন্ট করতে পারবেন।

Railway Recruitment 2022 Selection Process (নিয়োগ  পদ্ধতি )

এখানে আপনাদের প্রথমে Online Test দিতে হবে তারপর Interview এর মদ্যমে নিয়োগ করা হবে। Online Test টি ইংরেজি ভাষায় নাওয়া হবে। Online Test এ পাশ করলে Interview er জন্য ডাকা হবে।

RRB Important Dates (গুরুত্তপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে ২৪.১২.২০২১
আবেদন শুরু ২৪.১২.২০২১
আবেদন শেষ১৫.০১.২০২২
ইন্টেরভিয়ের দিন উল্লেখ নেই
অনলাইন পরীক্ষাফেব্রুয়ারী মাসে হবে
অনলাইন পেমেন্ট এর শেষ তারিখ১৫.০১.২০২২

RRB Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)

Official NoticeDOWNLOAD
Online ApplyCLICK HERE
Official WebsiteCLICK HERE

> Neeraj Chopra sets new national record at Paavo Nurmi Games

> Brahmastra Shiva India’s First Original Universe The Astraverse

> Raftaar & Komal Files Divorce Case

> Ireland captain threatens Indian team

> Rajeev & Charu Headed For Divorce

> Vijay Babu Sexual Harassment Case

> Alia Bhatt Announce Pregnancy

Leave a Comment

Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films