Parle G কোম্পানি তে কর্মী নিয়োগ | Parle G Company Job Recruitment 2024

Parle G Company Job Recruitment 2024, parle g job recruitment 2024 salary, parle g job recruitment 2024 for freshers, parle g job recruitment 2024 apply online, parle g job recruitment 2024 mumbai, parle g company job contact number, parle g biscuit packing job, parle g job recruitment 2024 contact number, parle hr contact number.

বর্তমানে পার্লে জি কোম্পানি তে কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের বেশ কিছু লোকেশনে মোট 146 টি শূন্যপদে ছেলে এবং মেয়ে কর্মী নিয়োগ করা হচ্ছে। পার্লে জি বিস্কুট কোম্পানি কীভাবে আবেদন করবেন, কতগুলি শূন্যপদ আপনারা নিয়োগ হতে পারবেন, কোন কোন লোকেশনে আপনার আবেদন করতে পারবেন, কোন কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং মাসিক বেতন কত টাকা করে পাবেন সম্পূর্ণ তথ্য আপনাদেরকে বিস্তারিত ভাবে নিচে জানানো হয়েছে।

Vacancy Of Parle G Company Job Recruitment 2024

বর্তমানে 146 টি শূন্যপদে ছেলে এবং মেয়ে কর্মী নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

Name Of Post

1. Biscuit Packaging

2. Dispute Checking

3. Supervisor

4. Store Manager

5. Store Keeper

6. Loading And Unloading 

এই সমস্ত ডিপার্টমেন্ট গুলিতে বর্তমানে কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনাদের পছন্দ মতো এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে সমস্ত ডিপার্টমেন্ট গুলো আপনাদের ভালো লাগে সেই সমস্ত ডিপার্টমেন্ট গুলিতে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন। 

Qualification Of Parle G Company Job Recruitment 2024

এখানে নিম্ন অষ্টম শ্রেণি পাশ, দশম শ্রেণী পাশ এবং উচ্চমাধ্যমিক পাশ করা থাকলে আপনার বিভিন্ন ডিপার্টমেন্টের কাজের ক্ষেত্রে আবেদন করে কাজ করতে পারবেন। এর সঙ্গে যে সমস্ত ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা নেই, তাঁরা কিন্তু লোডিং আনলোডিং প্যাকেজিং, ডিসপুট চেকিং এই সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্ট এ কিন্তু আপনার আবেদন করে কাজ করতে পারবেন। 

Duty Timing Of Parle G Company Job Recruitment 2024

এখানে আপনাদেরকে প্রতিদিন 9 ঘণ্টা করে কাজ করতে হবে এবং এর মধ্য আপনাদেরকে 1 ঘণ্টার ব্রেক ও দেওয়া হবে।

Salary Of Parle G Company Job Recruitment 2024

এখানে আপনারা জয়েনিং করার সঙ্গে সঙ্গে কিন্তু 15,300 টাকা স্টার্টিং স্যালারি পেয়ে যাবেন। পরে অপনাদের প্রমোশন হলে এটি বেড়ে গিয়ে 19,800 টাকা করে পাবেন। 

এখানে PF, ESI, OT এবং Bonus এই সমস্ত সুযোগ সুবিধাগুলি পার্লে জি কোম্পানি থেকে কিন্তু আপনারা parle g কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছেন৷ 

Read More

Flipkart কোম্পানিতেনতুনকর্মীনিয়োগ 2024 | Flipkart Recruitment 2024 – Direct Job in Flipkart

Phonepe কোম্পানিতেপ্রচুরপরিমাণেকর্মীনিয়োগকরাহচ্ছে | মাসিকবেতন 18000 হাজারথেকে 25000 হাজার 

Age Limit Of Parle G Company Job Recruitment 2024

এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বয়সসীমা কী চাওয়া হয়েছে। এখানে ছেলেদের ক্ষেত্রে বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হলে ছেলেরা এখানে আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে বয়সসীমা হল 18 থেকে 38 বছরের মধ্যে মহিলারা আবেদন করতে পারবেন। 

এর সঙ্গে সঙ্গে সপ্তাহে একদিন করে আপনার ছুটি পাচ্ছেন। সপ্তাহের যে কোনও দিন আপনাদের ছুটি নিতে পারেন। 

Room And Food Free Of Parle G Company Job Recruitment 2024

এখানে Parle G কোম্পানির তরফ থেকেও আপনাদের থাকা এবং খাওয়ার সুববস্থা করা হয়েছে। যদি আপনারা অনেক দুর থেকে কাজ করতে আসেন তাহলে থাকা খাওয়া Parle G কোম্পানির তরফ থেকে একদম ফ্রী থাকবে এর জন্য আপনাদের স্যালারি থেকে কোনো রকম টাকা কাটা হবে না। 

Job Location Of Parle G Company Job Recruitment 2024

কলকাতার সমস্ত এরিয়ার মধ্যে আপনি কিন্তু আবেদন করে কাজ করতে পারবেন। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বর্ধমান, আসাম, এই সমস্ত বিভিন্ন লোকেশনে কিন্তু বর্তমানে ছেলে এবং মেয়ে কর্মী নিয়োগ চলছে। যেসমস্ত লোকেশনগুলি আপনাদের পছন্দ হয় এবং আপনার বাড়ির ডিসট্যান্স অনুযায়ী সুবিধা হয় সেই সমস্ত লোকেশনে আপনারা আবেদন করে কাজ করতে পারবেন। 

How To Apply Of Parle G Company Job Recruitment 2024

এখানে আপনারা অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে Parle G কোম্পানির Official Website এবং Apply করার লিংক দেওয়া হয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন।

WebsiteApply

Read More

Apollo মেডিসিনফার্মেসিতেকর্মীনিয়োগ | Apollo Pharmacy Job Recruitment 2024

Amul Company তেচাকরিথাকাখাওয়াফ্রী | Amul Job Recruitment 2024 

Leave a Comment

2024 Presidential Election Polls: Latest on Harris and Trump Race Where to Vote: Find Your Polling Place Fast! Your Vote Matters: Poll Opening Times You Need to Know! Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films