Flipkart কোম্পানিতে নতুন কর্মী নিয়োগ 2024 | Flipkart Recruitment 2024 – Direct Job in Flipkart

Flipkart Recruitment 2024, Direct job in flipkart, flipkart job contact number, flipkart job vacancy near me, flipkart careers – work from home, flipkart recruitment for freshers, flipkart job vacancy for female, jobs in flipkart and amazon work from home, flipkart job vacancy for female work from home, flipkart jobs in kolkata work from home, flipkart job contact number kolkata, flipkart job vacancy kolkata. 

Flipkart কোম্পানিতে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। বেশ কিছু সংখ্যক ভ্যাকেন্সিতে এখানে পুরুষ ও মহিলা উভয় এখানে নিয়োগ হতে পারবেন। এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন যোগ্যতার উপর ভিত্তি করে আপনারা কাজ পেয়ে যাবেন। বিভিন্ন বিভিন্ন কাজে স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কীভাবে আবেদন করবেন, কত টাকা মাইনে, কত বয়স লাগবে, ডিউটি টাইমিং কী রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে নিচে বিস্তারিত ভাবে জানানো হয়েছে।

Flipkart Job Vacancy 2024 Total Post 

Flipkart কোম্পানির পক্ষ থেকে Total Vacancy বেরিয়েছে 140 টি৷ সারা রাজ্য থেকে 140 টি ভ্যাকান্সি তে আপনারা পুরুষ ও মহিলা নিয়োগ হতে পারবেন।

 এখানে কোনও রকম ভারী কাজ Flipkart কোম্পানিতে পাবেন না। খুবই ভাল ভাল ডিপার্টমেন্টে এখানে আপনাদের নিয়োগ করা হবে। আপনারা পুরুষ ও মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করে নিয়োগ হতে পারবেন। 

Flipkart Job Vacancy 2024 Department Name 

এখানে Flipkart কোম্পানির তরফ থেকে কিছু কিছু ডিপার্টমেন্ট এ কাজ গুলোকে ভাগ করে দাওয়া হয়েছে। এই ডিপার্টমেন্ট গুলো হলো –

অর্ডার প্যাকেজিং

বারকোড স্ক্যানিং

বিল জেনারেটিং

সুপারভাইজার

সিকিউরিটি গার্ড

হেলপার

এই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আপনাদেরকে নিয়োগ করা হবে। আপনারা এখানে ডিপার্টমেন্ট গুলো দেখে নিয়ে যে কোনও ডিপার্টমেন্টে পছন্দ করে আপনার নিয়োগ হতে পারবেন। 

Salary Of Flipkart Job Vacancy 2024

এখানে প্রতি মাসে স্যালারি শুরু হচ্ছে 13,600 টাকা থেকে 23,000 টাকা পর্যন্ত। এখানে কিন্তু কাজের বিভিন্ন বিভিন্ন পদ অনুযায়ী এখানে আলাদা আলাদা স্যালারি রয়েছে। বনপ্রতিমাসে খুব ভাল রকমের স্যালারি আপনারা এখানে পেয়ে যাবেন। তবে সর্বনিম্ন Salary 13,600 টাকা থেকে কোম্পানীতে স্যালারি স্টার্টিং রয়েছে। 

Qualification Of Flipkart Job Vacancy 2024

এখানে আপনারা বিভিন্ন বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন। বিভিন্ন বিভিন্ন যোগ্যতায় আপনারা পুরুষ ও মহিলা এখানে আবেদন করে নিয়োগ হতে পারবেন। এটি একটি সম্পূর্ণ ফুল টাইম জব এবং এখানে কিন্তু শুধুমাত্র দিনের বেলাতেই কাজ হবে। 

কোম্পানিতে আপনারা যারা নিয়োগ হবেন, তাঁদের জন্য রয়েছে কম্পানির পক্ষ থেকে থাকার জন্য খুব সুন্দর রুমের ব্যবস্থা থাকার জন্য ঘর পেয়ে যাবেন এবং কোম্পানির ক্যান্টিন থেকে খুবই স্বল্পমূল্যে খাবার পেয়ে যাবেন। থাকা এবং খাওয়া নিয়ে কোনও রকম প্রবলেম হবেনা।  

Duty Timing Of Flipkart Job Vacancy 2024

প্রতিদিন কোম্পানিতে ডিউটি করতে হবে মাত্র 9 ঘণ্টা এই 9 ঘণ্টার মধ্যে 45 মিনিটের টিফিন বিরতি পেয়ে যাবেন। 

Read More

মার্চ মাসের ৭ টি সেরা Government Jobs in India | Top 7 Government Job Vacancy in March 2024

Age Limit Of Flipkart Job Vacancy 2024

এই কোম্পানি তে পুরুষদের আবেদন করার জন্য বয়স লাগবে 18 থেকে 45 এবং মহিলাদের বয়স লাগবে সেখানে 18 থেকে 36। এই বয়সের মধ্যে হয়ে থাকলে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী নির্বিশেষে এখানে আবেদন করে নিয়োগ হতে পারবেন। 

Job Location Of Flipkart Job Vacancy 2024

যে সমস্ত লোকেশনে কর্মী নিয়োগ করা হবে, ফার্স্টে রয়েছে হরিণঘাটা এবং রয়েছে সল্টলেক হাওড়া, ধূলাগড়, নিউটাউন, বারুইপুর, মধ্যমগ্রাম, সোদপুর এবং রয়েছে নিউ আলিপুর, পূর্ব, পশ্চিম মেদিনীপুর, অল ওভার কলকাতা। কলকাতার মধ্যে বিভিন্ন খুব ভাল ভাল লোকেশন রয়েছে। প্রতিটা লোকেশনে কিন্তু থাকা এবং খাবার সুন্দর ব্যবস্থা রয়েছে। খুব ভাল ভাল প্রাইম লোকেশন পেয়ে যাবেন। এর মধ্যে যে লোকেশন টা আপনার কাছে হবে সেই লোকেশনেই কিন্তু আপনার আবেদন করে এখানে সরাসরি কোম্পানিতে নিয়োগ হতে পারবেন। 

How to Apply On Flipkart Job Vacancy 2024

এখানে যে আবেদন প্রক্রিয়া রয়েছে সেটা হবে সম্পূর্ণ Offline এর মাধ্যেমে। Flipkart কোম্পানির যে অফিসিয়াল নম্বর রয়েছে সেটি নিচে আপনাদেরকে দিয়ে দাওয়া হয়েছে। এই নম্বর এ কল করে আপনারা জব সম্পর্কে সমস্ত তথ্য জেনে নিয়ে সেখানে আবেদন করতে পারবেন। এখান থেকেই আপনাদের Interview কবে হবে সেটি তারিখ টি জানিয়ে দাওয়া হবে। এখানে অফিসে গিয়ে Interview দিয়ে সিলেকশন এর মাধ্যমে আপনারা সরাসরি নিয়োগ হতে পারবেন। 

Flipkart Job Contact Number Kolkata

HR Contact Number8961668055
Read More

Phonepe কোম্পানিতেপ্রচুরপরিমাণেকর্মীনিয়োগকরাহচ্ছে | মাসিকবেতন 18000 হাজারথেকে 25000 হাজার 

Leave a Comment

Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films