Cryptocurrency কি? Bitcoin কি? কিভাবে কাজ করে এই Cryptocurrency জেনে নিন

আপনারা সবাই নিশ্চই Cryptocurrency অথবা Bitcoin সম্পর্কে শুনেছেন। কিন্তু এই যে Cryptocurrency অথবা Bitcoin এটা নিয়ে অনেকের মনে অনেক রকম ধারণা থাকে।

Cryptocurrency কি ? What is Cryptocurrency?

Cryptocurrency কে যদি আমরা একদম সহজ ভাষায় বলতে চাই সেটা হলো আমাদের ডিজিটাল ফর্ম অফ টাকা অর্থাৎ আমাদের টাকা যেমন ফিজিক্যাল ফর্মে থেকে নোট কয়েন ফর্মে সেরকম Cryptocurrency হলো ডিজিটাল ওয়ালেট এর মধ্যে এক রকমের টাকা যার সাহায্যে আমরা ডিজিটাল পেমেন্ট করতে পারি এটা ফিজিক্যাল ফর্মে থাকে না।

প্রথম এই Cryptocurrency তৈরি হয়েছিল ২০০৯ সালে এবং যিনি এই Cryptocurrency তৈরি করেছিলেন তিনি হলেন Satoshi Nakamoto এবং সবার প্রথমে যে Cryptocurrency টি তৈরি হয়েছিল সেটি হলো মোস্ট পপুলার Cryptocurrency অর্থাৎ Bitcoin. এই জন্যই কিন্তু আমরা Cryptocurrency এবং Bitcoin কে প্রায় একই নামে চিনি অর্থাৎ অনেকে ভাবেন যে Cryptocurrency যা Bitcoin ও তাই কিন্তু Bitcoin হল One kind of Cryptocurrency. আমাদের যে ফার্স্ট invented Cryptocurrency সেটা হল Bitcoin.

What is Decentralisation in Cryptocurrency?

আমাদের যে বিভিন্ন দেশের টাকা আছে যেমন Indian Rupees, American Dollars, European Euro এই সব  বিভিন্ন টাকার উপর সেই সব দেশের Government এর Central Bank এর কন্ট্রোল থাকে। তারা সেই সব টাকাকে কন্ট্রোল করতে পারে যে সেই সব টাকার ভ্যালু কত, টাকা গুলো কীভাবে অর্গানাইজ হবে ইত্যাদি। কিন্তু এই যে Cryptocurrency এটা হল Decentralised অর্থাৎ কোনো দেশের Government এগুলোকে কন্ট্রোল করতে পারেনা। এর ভ্যালু কি হবে এই সব Government নির্ধারণ করতে পারেনা। সেই জন্যই আমরা Cryptocurrency কে Decentralised Currency বলি।

Cryptocurrency In India

India তে Cryptocurrency খুব বেশি Grow করতে পারেনি তার কারণ হল ২০১৮ সালে Reserve Bank of India Cryptocurrency Ban করে দিয়েছিল কিন্তু এই Ban টি ২০২০ সালে Supreme Court Cryptocurrency র উপর থেকে Ban টি সরিয়ে নেয়। অর্থাৎ এখন আমরা Cryptocurrency উপর Trading, Investing এগুলো india তে করতে পারবো। আর এই Ban তুলে নেওয়ার জন্য এখন ইন্ডিয়াতে Cryptocurrency অনেক বেশি Famous হয়ে উঠেছে এবং মানুষ Cryptocurrency র উপরেও Invest করতে শুরু করে দিয়েছে। আপনারা জানলে খুশি হবেন যে India তেও নিজের একটি Cryptocurrency তৈরি হয়েছে এবং সেটির নাম হল Matic.

Cryptocurrency ব্যাবহারের সুবিধা কি কি?

Cryptocurrency হল একটি ডিজিটাল ফর্ম অফ Money –

  • প্রথমত, এটা আমরা মোবাইল, কম্পিউটার এগুলির সাহায্যে খুব সহজেই ট্রানজেকশন করতে পারি।
  • দ্বিতীয়ত, Cryptocurrency হল একটি Decentralised Currency অর্থাৎ এর উপর Government বা কোনো Bank তাদের কোনো কন্ট্রোল নেই। এখানে ট্রানজেকশন এর ক্ষেত্রে কোনো মিডল Man থাকছে না। এবং সেই জন্য এখানে কোনো ট্রানজেকশন চার্জ লাগছে না বা লাগলেও সেটা অন্যের তুলনায় অনেক কম। ফলে এক্ষেত্রে আমাদের কিছুটা সেভিংস হয়ে যাচ্ছে।
  • তৃতীয়ত, Cryptocurrency তে যখন আমরা ট্রানজেকশন করছি তখন কার Wallet থেকে কার wallet এ যাচ্ছে সেটা কেউ ট্রাক করতে পারে না। অর্থাৎ এখানে যে আমাদের ট্রানজেকশন সেটা কিন্তু Confidencial থাকছে।

Leave a Comment

2024 Presidential Election Polls: Latest on Harris and Trump Race Where to Vote: Find Your Polling Place Fast! Your Vote Matters: Poll Opening Times You Need to Know! Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films