Central Industrial Security Force | CISF Recruitment 2022 কনস্টেবল নিয়োগ

Central Industrial Security Force থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। কনস্টেবল পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য বয়স, উচ্চতা, ওজন কি লাগবে, কিভাবে এখানে আবেদন করবে, কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন সমস্ত তথ্য নিচে দাওয়া রইল।

Central Industrial Security Force All Details (সমস্ত তথ্য)

নোটিশ নম্বরRECRUITMENT OF CONSTABLE/FIRE
(MALE)-2021 IN CISF
প্রতিষ্ঠানের নামCENTRAL INDUSTRIAL SECURITY FORCE
যোগ্যতাউচ্চমাধ্যমিক
চাকরির স্থান Across India
পোস্ট১টি
মোট শূন্যপদ১১৪৯ টি

Central Industrial Security Force Post Details (পদের বিবরণ)

(১) কনস্টেবল ফায়ার (CONSTABLE/FIRE)

শিক্ষাগত  যোগ্যতা – এই পদে আবেদন করার জন্যে আপনাকে অবশ্যই বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। তাহলে এই পদে আবেদন করতে পারবেন।

বেতন (Salary) – ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।

শূন্যপদ (Vacancy) – ১১৪৯ টি

Age Limit of Central Industrial Security Force (বয়সসীমা)

০৪.০৩.২০২২ এই তারিখ অনুযায়ী আপনার বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। SC/ST দের জন্য ৫ বছরের এবং OBC দের জন্য ৩ বছরের বয়েসের ছাড় থাকবে।

আরও পড়ুন :-

বনদপ্তরে প্রচুর কর্মী নিয়োগ 2022 | Forest Guard Recruitment 2022 West Bengal

প্রতিটি পৌরসভায় ১০পাশে কর্মচারী নিয়োগ | WB Municipality Recruitment 2022

সেন্ট্রাল রেলে বিনামূল্যে ট্রেনিং ও প্রতিমাসে বেতন ২০২২ | Central Railway Apprentice Recruitment 2022

How to Apply for Central Industrial Security Force (আবেদন পদ্ধতি)

খানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার Link টি নিচে দাওয়া হয়েছে আপনারা সরাসরি সেখান থেকে আবেদন করতে পারবেন।

আবেদন মূল্য (Application Fees) – General ও OBC দের জন্য ১০০ টাকা লাগবে এবং SC/ST দের কোনো টাকা লাগবে না।

Selection Process of Central Industrial Security Force (নিয়োগ পদ্ধতি)

এখানে আপনাদের প্রথমে Physical Efficiency Test হবে তারপর written Exam নাওয়া হবে ১০০ নম্বর এর, এবং এখানে যদি আপনি পাশ করেন তাহলে ডকুমেন্ট ভারিফিকেশন ও মেডিক্যাল টেস্ট করিয়ে নিয়োগ করা হবে।

Physical Standards – 

Height – 179 Cms

Chest – 80-85 Cms

Weight – বয়স এবং উচ্চতার সাথে সামঞ্জস্পূর্ণ ওয়েট হতে হবে।

Central Industrial Security Force Important Dates (গুরুত্তপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে২৯.০১.২০২২
আবেদন শুরু২৯.০১.২০২২
আবেদন শেষ০৪.০৩.২০২২
Official NoticeDOWNLOAD
Official WebsiteCLICK HERE
Online ApplyCLICK HERE

Leave a Comment

With Saudi suitors circling, Benzema will depart from Real Madrid At Meet the Press, NBC’s Chuck Todd declares that this is his “final summer.” Game 2 predictions, odds, and same-game parlays for Heat vs. Nuggets At UFC 292, Zhang Weili will be eliminated by Amanda Lemos The Vegas Golden Knights come back to defeat the Florida Panthers in Game 1