কলকাতা মেট্রোরেলে ট্রেনিং দিয়ে কর্মী নিয়োগ | Kolkata Metro Railway Recruitment 2022

Kolkata Metro Rail থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার যোগ্য প্রার্থী পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কতদিন পর্যন্ত আবেদন করা হবে, কিভাবে আবেদন করতে পারবেন এই সমস্ত তথ্য অফিসিয়াল নোটিশ সহ বিস্তারিত ভাবে নীচে দাওয়া রইল।

Kolkata Metro Railway Recruitment 2022 All Details (সমস্ত তথ্য)

নোটিশ নম্বর01/22/Metro Railway/ Kolkata
প্রতিষ্ঠানের নামMETRO RAIL BHAVAN
যোগ্যতামাধ্যমিক
চাকরির স্থানকলকাতা
পোস্ট৫টি
মোট শূন্যপদ ১০৪টি

Kolkata Metro Railway Recruitment 2022 Post Details (পদের বিবরণ)

(১) ফিটার (Fitter)

শিক্ষাগত  যোগ্যতা – মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ হতে হবে। সাথে যে পদে আপনি আবেদন করবেন সেই পদে ITI Certificate থাকতে হবে।

বেতন (Salary) – এখানে বেতনের উল্লেখ করা হয়নি। ট্রেনিং চলাকালীন স্টাইপেন দাওয়া হবে।

শূন্যপদ (Vacancy) – মোট ৬৪টি

(২) ইলেকট্রিশিয়ান (Electrician)

শিক্ষাগত  যোগ্যতা – মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ হতে হবে। সাথে যে পদে আপনি আবেদন করবেন সেই পদে ITI Certificate থাকতে হবে।

বেতন (Salary) – এখানে বেতনের উল্লেখ করা হয়নি। ট্রেনিং চলাকালীন স্টাইপেন দাওয়া হবে।

শূন্যপদ (Vacancy) – মোট ১৯টি

(৩) মাশিনিস্ট (Machinist)

শিক্ষাগত  যোগ্যতা – মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ হতে হবে। সাথে যে পদে আপনি আবেদন করবেন সেই পদে ITI Certificate থাকতে হবে।

বেতন (Salary) – এখানে বেতনের উল্লেখ করা হয়নি। ট্রেনিং চলাকালীন স্টাইপেন দাওয়া হবে।

শূন্যপদ (Vacancy) – মোট ৭টি

(৪) ওয়েল্ডার (Welder)

শিক্ষাগত  যোগ্যতা – মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ হতে হবে। সাথে যে পদে আপনি আবেদন করবেন সেই পদে ITI Certificate থাকতে হবে।

বেতন (Salary) – এখানে বেতনের উল্লেখ করা হয়নি। ট্রেনিং চলাকালীন স্টাইপেন দাওয়া হবে।

শূন্যপদ (Vacancy) – মোট ৭টি

(৫) প্লাম্বার (Plumber)

শিক্ষাগত  যোগ্যতা – মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ হতে হবে। সাথে যে পদে আপনি আবেদন করবেন সেই পদে ITI Certificate থাকতে হবে।

বেতন (Salary) – এখানে বেতনের উল্লেখ করা হয়নি। ট্রেনিং চলাকালীন স্টাইপেন দাওয়া হবে।

শূন্যপদ (Vacancy) – মোট ৭টি

Age Limit of Kolkata Metro Railway Recruitment 2022 (বয়সসীমা)

০১.০১.২০২২ এই তারিখ অনুযায়ী আপনাদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। SC/ST দের জন্য ৫ বছরের এবং OBC দের জন্য ৩ বছরের বয়সের ছাড় দেওয়া হবে। যারা ফিজিক্যাল হান্ডিক্যাপ আছেন তাদের ক্ষেত্রে UR দের জন্য ১০ বছরের, SC/ST দের ১৫ বছরের জন্য এবং OBC দের ১৩ বছরের জন্য ছার দাওয়া হবে।

আরও পড়ুন :-


Rupay কার্ড থাকলেই পেয়ে যাবেন ১০লাখ টাকার ফ্রী ইনস্যুরেন্স | What is personal accident cover of RuPay debit card?

রাজ্যে শিক্ষা দফতরে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি | WB Govt Job Recruitment 2022

সেন্ট্রাল রেলে বিনামূল্যে ট্রেনিং ও প্রতিমাসে বেতন ২০২২ | Central Railway Apprentice Recruitment 2022

রাজ্যে রেল স্টেশনে টিকিট ক্লার্ক নিয়োগ ২০২২ | Railway Ticket Counter Job In Kolkata

How to Apply for Kolkata Metro Railway Recruitment 2022 (আবেদন পদ্ধতি)

এখানে ২টি পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে আপনাদের মেট্রো রেল এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে Registration করতে হবে। Registration লিঙ্কটি নিচে দাওয়া হয়েছেন। তারপর নিচে একটি ফর্ম দাওয়া হয়েছে সেটিকে ডাউনলোড করে ভালোভাবে ফর্মটি ফিলাপ করে সমস্ত ডকুমেন্ট সহ Official Address এ পাঠিয়ে দিতে হবে।

সমস্ত Download Link এবং Official Address নিচে দাওয়া হয়েছে আপনারা সরাসরি সেখান থেকে Download করতে পারবেন।

আবেদন মূল্য (Application Fees) – এখানে কোনো রকম আবেদন মূল্যের উল্লেখ করা হয়নি।

Selection Process of Kolkata Metro Railway Recruitment 2022 (নিয়োগ পদ্ধতি)

এখানে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে।

Kolkata Metro Railway Recruitment 2022 Important Dates (গুরুত্তপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে২২.০১.২০২২
আবেদন শুরু২২.০১.২০২২
আবেদন শেষ২১.০২.২০২২
Official Notice DOWNLOAD
Official WebsiteCLICK HERE
Official AddressDy.CPO, Metro Railway,
Metro Rail Bhavan, 33/1,
J.L. Nehru Road, Kolkata – 700071

Leave a Comment

2024 Presidential Election Polls: Latest on Harris and Trump Race Where to Vote: Find Your Polling Place Fast! Your Vote Matters: Poll Opening Times You Need to Know! Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films