পশ্চিমবঙ্গে নিজের SDO অফিসে নতুন কর্মচারি নিয়োগ | WB SDO Office Recruitment 2022

পশ্চিমবঙ্গে SDO অফিসে বা সাব ডিভিশনাল অফিসে নতুন কর্মচারী নিয়োগের জন্যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পুরুষ ও মহিলা এই SDO অফিসে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং এই চাকরি পাওয়ার জন্যে কোনরকম লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে পশ্চিমবঙ্গের SDO অফিসে কর্মচারী নিয়োগ করা হবে। তাহলে কোন কোন পোস্ট এ নিয়োগ করা হচ্ছে, আবেদন করার জন্য যোগ্যতা কি লাগছে, বয়সসীমা কি লাগছে, বেতন কত দাওয়া হবে, কতদিন পর্যন্ত আপনরা এখানে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এই সমস্ত কিছু অফিসিয়াল নোটিফিকেশন নিচে দাওয়া রইলো।

WB SDO Office Recruitment 2022 All Details (সমস্ত তথ্য)

নোটিশ নম্বরMemo No: 2384(3)/DCFS/BNK/21
প্রতিষ্ঠানের নামGovernment of West Bengal
যোগ্যতাগ্র্যাজুয়েশন
চাকরির স্থানপশ্চিমবঙ্গ
পোস্ট১টি
মোট শূন্যপদ৩টি

WB SDO Office Recruitment 2022 Post Details (পদের বিবরণ)

(১) Data Entry Operator (ডাটা এন্ট্রি অপারেটর)

শিক্ষাগত  যোগ্যতা – এই চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে এবং সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।

বেতন (Salary) – ১৩,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট ৩টি

Age Limit of WB SDO Office Recruitment 2022 (বয়সসীমা)

এই পোস্টটিতে আবেদন করার জন্য আপনার বয়স ৪০ বছরের নিচে হতে হবে। ০১.০১.২০২১ এই তারিখ হিসাবে আপনার বয়স নির্ধারণ করা হবে।

আরও পড়ুন :-

৪২,০০০ কর্মী নিয়োগ হবে দুয়ারে রেশনে | WB Duare Ration Recruitment 2022

৪০,৮০০ টাকা পাবেন জব কার্ড থাকলে | West Bengal job card checklist | MGNREGA

How to Apply for WB SDO Office Recruitment 2022 (আবেদন পদ্ধতি)

এই চাকরির জন্য আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। নিচে এই চাকরির ফর্ম দাওয়া হয়েছে সেখান থেকে এটি ডাউনলোড করে একটি প্রিন্ট আউট বের করে নিতে হবে। তারপর সমস্ত ডকুমেন্টে সহ ফর্মটি অফিসিয়াল অ্যাড্রেস এ আপনাকে জমা করে দিতে হবে।

আবেদন মূল্য (Application Fees) – কোনো রকম আবেদন মূল্য লাগবে না।

Selection Process of WB SDO Office Recruitment 2022 (নিয়োগ পদ্ধতি)

এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

WB SDO Office Recruitment 2022 Important Dates (গুরুত্তপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে০৩.০১.২০২২
আবেদন শুরু০৩.০১.২০২২
আবেদন শেষ ১৪.০১.২০২২
ইন্টেরভিয়ের দিনউল্লেখ নেই

WB SDO Office Recruitment 2022 Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)

Official Notice DOWNLOAD
Download FormCLICK HERE
Official WebsiteCLICK HERE

Colorado Enters AP Poll at No. 22, Georgia Remains No. 1

Impeaching Trump Ally: Ken Paxton’s Republican Dilemma

Leave a Comment

Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films