এই মুহুর্তে সবার জন্য একটি গুুত্বপূর্ণ খবর হল যে সারা রাজ্য জুড়ে কিন্তু এবার Lockdown জারি হয় গেলো। করোনা মহামারী এবং অমিক্রণ এর দাপট এতটাই উচ্চ পর্যায়ে চলে গেছে এ Lockdown ছাড়া আর কোনো উপায় ছিলনা। তাই প্রায় সমস্ত সার্ভিস এর উপর কড়া বিধি নিষেধ জারি হল। যদিও এই Lockdown টি এর আগে সোনা যাচ্চিল ২৫সে ডিসেম্বর বা ১লা জানুয়ারির আগেই হওয়ার কথাছিল। কিন্তু এই ২৫সে ডিসেম্বর উৎসব উপলক্ষে এবং বর্ষবরণ উপলক্ষে এই Lockdown টি কিন্তু দাওয়া সম্ভব হয়নি। তো কোন কোন অফিস, দোকানপাট এবং কোন কোন জায়গাগুলি খোলা থাকছে এবং কোন কোন জায়গাগুলি বন্ধ থাকছে নিচে সেই সন্বন্ধে বিস্তারিত তথ্য দাওয়া রইলো।
West Bengal Lockdown Guidelines 2022
- যেকোনো কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
- সরকারি কিংবা বেসরকারি কিংবা সরকারের অধীনে থাকা অফিস প্রত্যেক ক্ষেত্রে ৫০ শতাংশ লোক কিয়ে কাজ করার কথা বলা হচ্ছে। এবং ওয়ার্ক ফ্রম হোম যদি করা হয় সেটা সব থেকে ভালো হয়।
- সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, স্যালুন ওয়েলনেস সেন্টার এই সমস্ত কিছু বন্ধ থাকবে।
- সমস্ত পার্ক, চিড়িয়াখানা এবং টুরিস্ট স্পট গুলো বন্ধ থাকবে।
- শপিংমল এবং সমস্ত মার্কেট এ কিন্তু ৫০ শতাংশ লোকের বেশি থাকা চলবে না এবং সেটাও রাত দশটা পর্যন্ত।
- রেস্তোরাঁ, বার এই সমস্ত জায়গা গুলোও তাদের ক্যাপাসিটি অনুযায়ী ৫০ শতাংশ লোক নিয়ে চলবে এবং এগুলিও রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
- সিনেমা হল এবং থিয়েটার তাদের ৫০ শতাংশ লোক নিয়ে চলবে আর এগুলিও রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
- যেকোনো মিটিং বা কনফারেন্স সেক্ষেত্রে ২০০জন মানুষ একসাথে জড়ো হতে পারবে যেটা সেই হলটির ৫০ শতাংশ ক্যাপাসিটি হতে হবে।
- কোনো সোশ্যাল কিংবা কালচারাল অনুষ্ঠানে কিন্তু ৫০ জন এর বেশি লোকদের রাখা যাবে না।
- বিয়ের অনুষ্ঠানে ৫০জন লোককে নিয়ে করতে হবে এর বেশি থাকা যাবে না।
- মৃতদেহ সৎকারেও ২০জন এর বেশি লোক জমা হতে পারবে না।
- লোকাল ট্রেন তার ৫০ শতাংশ সিট ক্যাপাসিটি নিয়ে চলবে এবং সেটিও রাত ৭টা পর্যন্ত।
- মেট্রো ট্রেন তার ৫০শতাংশ সিট ক্যাপাসিটি নিয়ে আগের টাইম অনুযায়ী চলবে।
- এবং রাত দশটা থেকে সকাল ৫ টা পর্যন্ত কোনরকম গাড়ি, লোকজন একসাথে জমায়েত হতে পারবে না শুধুমাত্র এক্ষেত্রে ছার পাবেন এসেন্সিয়াল এবং এমার্জেন্সি সার্ভিস গুলি।
- এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প যেটা জানুয়ারির ২ তারিখ থেকে হওয়ার কথা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গাছে। এবং এটা শুরু হবে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে।
- সরকারের তরফ থেকে জানানো হয়েছে Covid বিধি গুলো জানো খুব ভালোভাবে মানা হয় এবং সমস্ত ওয়ার্কশপ গুলিকে সব সময় পরিষ্কার করতে হবে এবং সানেটাইজ করতে হবে।
আরও পড়ুন :-
রাজ্যে নবান্ন অফিসে BSK কর্মচারী নিয়োগ | BSK Recruitment 2022 | BSK Online Application
মোদীর নতুন প্রকল্প ই-সঞ্জীবনী | E Sanjeevani New Scheme 2022