৪২,০০০ কর্মী নিয়োগ হবে দুয়ারে রেশনে | WB Duare Ration Recruitment 2022

৪২,০০০ কর্মী নিয়োগ হবে দুয়ারে রেশনে | WB Duare Ration Recruitment 2022, কি যোগ্যতা হতে হবে, কিভাবে নিয়োগ হবে, কোথায় ফর্ম জমা করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য জেনে নিন।

আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করে দিয়েছেন দুয়ারে রেশন। এই দুয়ারে রেশন এ কিন্তু ৪২,০০০ কর্মী নিয়োগ হবে। এই ৪২ হাজার কর্মীর মাধ্যমেই কিন্তু দুয়ারে রেশন চালু হবে

বর্তমানে যারা যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু একটা বিরাট খুশির খবর। প্রতিটা গ্রাম থেকে প্রতিটা পাড়া থেকে কিন্তু এই ৪২ হাজার কর্মী নিয়োগ হবে।

কিভাবে নিয়োগ হবে, তাদের কত বেতন দাওয়া হবে, তার পাশাপাশি তাদের শিক্ষাগত কি লাগবে, তাদের কি কি ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত কিছু আজ আমরা জেনে নেবো। এবং তার পাশাপাশি আমদের মাননীয়া মুখ্যমন্ত্রী রেশন ডিলার দের জন্য কিন্তু খুশির খবর দিয়েছেন। তারা যদি গাড়ি কেনে তার জন্য তাদের কিন্তু ১ লক্ষ টাকা করে দাওয়া হবে এবং এই যে ৪২ হাজার নিয়োগ হচ্ছে সেখানে কিন্তু রেশন ডিলার দেরও কিন্তু কন্ট্রিবিউশন করতে হবে সেই সব কর্মীদের বেতন এর উপর কারণ আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছেন যে কর্মী নিয়োগ হবে তার ৫০শতাংশ দেবে রাজ্য সরকার এবং ৫০শতাংশ দেবে ডিলাররা। অর্থাৎ ১,০০০০ এর ৫০০০ দেবে রাজ্য সরকার এবং ৫০০০ দেবে সরাসরি ডিলাররা।

কিভাবে দুয়ারে রেশন এ কর্মী নিয়োগ হবে | How to Recruit staff at the duare ration

পশ্চিমবঙ্গে এবার ১০কোটি পরিবারকে বাড়ি বাড়ি রেশন দাওয়া হবে, এবং তার জন্য বিপুল সংখ্যক জনবল দরকার। রাজ্যের ২১ হাজার রেশন দোকানে ২ জন করে মোট ৪২ হাজার কর্মী নিয়োগ হবে। তারা প্রত্যেকে মাসে ১০,০০০টাকা করে পাবে। তারমধ্যে ৫০০০ টাকা দেবে রাজ্য সরকার এবং ৫০০০ টাকা দেবে রেশন ডিলার।

রাজ্যে মত রেশন ডিলার এর সংখ্যা ২১ হাজার যার ফলে কর্মসংস্থান হবে ৪২ হাজার জনের। একই সঙ্গে রেশন ডিলারশিপ নেওয়ার জন্য খরচ কমিয়ে দিলেন রাজ্য সরকার। রেশন ডিলারশিপ এর জন্য দিতে হবে মাত্র ৫০হাজার টাকা। আগে এই ডিলারশিপ নিতে গেলে খরচ হত ৫ লক্ষ টাকা। পড়ে টা কমিয়ে ২লক্ষ টাকা করা হয়। এবার সেটা আরও কমিয়ে দিলেন আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তারা কিন্তু রেশন ডিলার এর জন্য সরাসরি আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কিন্তু এই ৪২ হাজার কর্মীর মধ্যেও কিন্তু নিযুক্ত হতে পারবেন।

পাশাপাশি বাড়ি বাড়ি রেশন পৌঁছে দাওয়ার জন্য ১লক্ষ টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার। নিজের গাড়ি না থাকলে নতুন গাড়ি কেনার জন্য ১ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। দুয়ারে রেশন মাধ্যমে শুধুমাত্র নতুন কর্মসংস্থান নয় নতুন গাড়ি বিক্রি হলে অর্থনৈতিক উন্নয়ন হবে। এমনটাই জানিয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার আমরা দেখে নেবো এই কাজে নিয়োগ করার জন্য কি কি করতে হবে।

কত জন কর্মী নিয়োগ করা হবে দুয়ারে রেশন এ | How Many Workers will be Recruited at the Duare Ration

২১ হাজার দোকানের জন্যে ২জন করে অর্থাৎ ৪২,০০০ শূন্যপদ রয়েছে।

দুয়ারে রেশন এ আবেদন করার জন্যে কি যোগ্যতা লাগবে | What are the qualifications required to apply for Duare Ration

  • পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে
  • ভোটার কার্ড বা আধার কার্ড
  • স্থানীয় বাসিন্দার প্রমাণ
  • ইনকাম সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ

আরও নতুন প্রকল্প –

পশ্চিমবঙ্গে পোস্ট অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি ২০২২ | WB Post Office Recruitment 2022

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এ Group D পদে চাকরি ২০২২ | Punjab National Bank Recruitment 2022

৮, ৭০০টি শূন্যপদে শিক্ষাকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২২ | WB Teacher Recruitment 2022

মোদীর নতুন প্রকল্প গুড সামারিটান ২০২২ | Good Samaritan Scheme 2022

 

আবেদন কোথায় করবেন এবং কিভাবে আবেদন করবেন | Where to Apply and How to Apply for WB Duare Ration

এই কাজে আবেদন করতে চাইলে স্থানীয় রেশন দোকান থেকে বিস্তারিত জানতে হবে, উক্ত একালায় নিয়োগের নির্দেশ এসেছে কিনা, যদিও সংবাদ মাধ্যমে প্রকাশিত হবে। তবে নিয়োগ হবে বিডিও অফিস বা খাদ্য সরবরাহ দফতর থেকে প্রার্থী বাছাই করে। তবে জানা গেছে এই নিয়োগ কোনো লিখিত পরীক্ষা হবে না। নভেম্বরেই এর বিস্তারিত সরকারী বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এই কাজে মাসে ১০ হাজার  টাকা করে পাবে রেশন কর্মীরা।

নভেম্বর মাসের শেষেই কিন্তু আপনারা এর সরকারী বিজ্ঞপ্তি পেয়ে যাবেন কিভাবে নিয়োগ হবে অথবা আপনারা এই নিয়োগ পত্র কোথায় জমা দেবেন কোথা থেকে তুলবেন সেটা কিন্তু সরকারের মাধ্যমে আপনাদের জানিয়ে দাওয়া হবে। যেহেতু সরকার এখানে ভর্তুকি দিচ্ছেন সেহেতু সরকারী নিয়ম অনুযায়ী আপনাদের নিয়োগ হবে। সরাসরি কিন্তু রেশন ডিলাররা নিয়োগ নাও করতে পারে কিন্তু সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য উঠে আসেনি। আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার থেকে কিন্তু এটাই স্পষ্ট বিডিও বা খাদ্য দফতরের পক্ষ থেকেই এই তথ্য উঠে আসতে পারে এবং সেখানেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে। যেহেতু সারা রাজ্য থেকে এখানে নিয়োগ হবে সেহেতু কোনো এলাকা থেকে শুধুমাত্র ২ জন কে নিয়োগ করাটা যুক্তিযুক্ত হবে না কারণ আমাদের রাজ্যে বর্তমানে অনেক বেকার যুবক যুবতি আছেন। সবাই কিন্তু এই চাকরি টার জন্য অপেক্ষা করছেন এবং সেখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের মাধ্যমিক এ কত নম্বর আছে তার ভিত্তিতেই কিন্তু নিয়োগ হবে। যেমন সরকারী তে নিয়োগ সেই ভাবেই কিন্তু আপনাদের আগামী দিনে নিয়োগ হবে।

Leave a Comment

Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films