প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন প্রকল্প ই-সঞ্জীবনী ( E Sanjeevani )। এখানে SC, ST, OBC, GEN সমস্ত কাস্ট এর ছেলে মেয়েরাই এই সুবিধা ফ্রী তে পাবেন। আজই আপনারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন অনলাইনে বাড়িতে বসে একদম ফ্রি তে। তো কি এই প্রকল্প, কিভাবে নাম নথিভুক্ত করবেন, কি সুবিধা পাবেন সমস্তকিছু তথ্য নীচে দাওয়া রইলো।
করোনা আসার পর থেকেই মানুষের দৈনন্দিন জীবনে অনেক পরিবর্তন এসেছে। সমস্ত কিছুই ঘর থেকে হাতের সামনে পেয়ে যাওয়ার একটা সুবিধা পেয়েছে সাধারণ মানুষ।
মানুষের দৈনন্দিন জীবনের জিনিস জামিন বাজার, সবজি, ওষুধ সমস্ত জিনিস স্মার্ট ফোনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন হাতের নাগালে। আর এই ব্যাপারে কথা উঠলে বলতে হয় কেন্দ্রের ই-সঞ্জীবনী প্রকল্পের কথা। কেন্দ্রের দাবি যে এই প্রকল্পের অধীনে তাদের কাছে গত একবছরে ১কোটি ২০লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন পাশাপাশি ৯০ হাজার মানুষ এই প্রক্রিয়ায় ডাক্তারদের পরামর্শ নিচ্ছেন।
আরও পড়ুন :-
৪০,৮০০ টাকা পাবেন জব কার্ড থাকলে | West Bengal job card checklist | MGNREGA
Winter Olympics বয়কট করলো ভারত | India Boycott Winter Olympics | Winter Olympics India
টেলিমেডিসিন প্রক্রিয়া ই-সঞ্জীবনী প্রকল্পে দুই ভাবে কাজ করে। একটি হলো ই-সঞ্জীবনী আয়ুষ্মান ভারত রোগী কল্যাণ কেন্দ্র। এখানে বিভিন্ন রোগের জন্য ডাক্তারদের সাথে পরামর্শ করা যাবে আর অন্যটি হলো সঞ্জীবনী ওপিডি।
এই প্রকল্পে করোনা এবং করোনা বহির্গত বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা পেয়ে থাকেন। গত একবছর ধরে সাধারণ মানুষ এই প্রকল্পের আওতায় বিনামূল্যে এই সুবিধা নিচ্ছেন।
তবে এই সুবিধা পেতে গেলে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। বিনামূল্যে বাড়িতে বসে ডাক্তারের কাছ থেকে আপনারা রোগের পরামর্শ পেয়ে যাবেন।
Official Website | CLICK HERE |
Free Registration | CLICK HERE |