পশ্চিমবঙ্গে জল দপ্তরে মাধ্যমিক পাশে চাকরি ২০২২ | WB Water Resource Department Recruitment 2022

পশ্চিমবঙ্গের জল দপ্তরে নতুন কর্মচারী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় পশ্চিমবঙ্গের জল দপ্তরে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩টি জেলার যোগ্য প্রাথী পুরুষ ও মহিলা উভয় এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, বয়সসীমা কত লাগবে এই সমস্ত কিছু Official Notice সহ বিস্তারিত ভাবে নীচে দাওয়া রইল।

WB Water Resource Department Recruitment 2022 All Details (সমস্ত তথ্য)

নোটিশ নম্বরNo. IWAI/KOLKATA/Admin/AG(PIU)2022
প্রতিষ্ঠানের নামINLAND WATERWAYS AUTHORITY OF INDIA
যোগ্যতামাধ্যমিক
চাকরির স্থানপশ্চিমবঙ্গ
পোস্ট২টি
মোট শূন্যপদ৪টি

WB Water Resource Department Recruitment 2022 Post Details (পদের বিবরণ)

(১) ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator (DEO)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোস্ট এ আবেদন করার জন্য অবশ্যই গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। সাথে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে নলেজ থাকতে হবে সাথে ইংরেজি এবং হিন্দি তে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে।

বেতন (Salary) –প্রতি মাসে ২০,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট ২টি

(২) মাল্টি টাস্ক স্টাফ (Multi-Task Staff(MTS)

শিক্ষাগত  যোগ্যতা –ই পোস্ট এ আবেদন করার জন্য অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। সাথে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন (Salary) –প্রতিমাসে ১৮,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট ২টি

Age Limit of WB Water Resource Department Recruitment 2022 (বয়সসীমা)

এই পোস্টে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীকে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।

আরও পড়ুন :-

পশ্চিমবঙ্গের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরে Group C পদে চাকরি | WB Food Department Recruitment 2022

পশ্চিমবঙ্গে জেলা হাসপাতালে Group D পদে কর্মী নিয়োগ ২০২২ | WB Health Recruitment 2022

মোদীর নতুন প্রকল্প গুড সামারিটান ২০২২ | Good Samaritan Scheme 2022

How to Apply for WB Water Resource Department Recruitment 2022 (আবেদন পদ্ধতি)

এক্ষেত্রে কোনরকম ফর্ম এখানে দাওয়া হয়নি। আপনারা আপনাদের একটি CV ভালো করে তৈরি করে নেবেন এবং পোষ্টের মাধ্যমে অথবা নিজে গিয়ে জমা দিতে পারেন। জমা দাওয়ার Address টি নিচে দাওয়া রয়েছে।

আবেদন মূল্য (Application Fees) –কোনো রকম আবেদন মূল্য নির্ধারণ করা হয়নি।

Selection Process of WB Water Resource Department Recruitment 2022 (নিয়োগ পদ্ধতি)

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে।

WB Water Resource Department Recruitment 2022 Important Dates (গুরুত্তপূর্ণ তারিখ)

আবেদন শেষ১০.০২.২০২২

WB Water Resource Department Recruitment 2022 Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)

Official Notice DOWNLOAD
Official AddressInland Waterways Authority of India,
Ministry of ports, Shipping, and
Waterways, Government of India,
P- 78 Garden Reach Road, Kolkata – 700043 (West Bengal)

Leave a Comment

Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films