রাজ্যে বর্ডার রোডস দফতরে মাধ্যমিক পাশ এ চাকরি | Border Road Organisation 2022

Border Roads Organization 2022 থেকে প্রকাশিত প্রচুর শূন্য পোষ্ট এ চাকরির নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা তে Border Roads Organization দফতরে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বিভিন্ন ড্রাইভার পোস্টে, ক্লার্ক পোস্টে ও MTS পোস্ট এ অনেকগুলি শূন্যপদে নিয়োগ করা হবে। তাহলে এই চাকরির জন্য আবেদন কিভাবে করবেন, কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন, প্রতিটি পোস্ট এর জন্য বেতন কাঠামো কি রয়েছে, আবেদন এর জন্য বয়সসীমা কি রয়েছে অফিসিয়াল নোটিশ সহ সমস্ত বিস্তারিত তথ্য নীচে দাওয়া রইল।

Border Road Organisation 2022 All Details (সমস্ত তথ্য)

নোটিশ নম্বরADVT No 02/2021
প্রতিষ্ঠানের নামBORDER ROADS ORGANIZATION
যোগ্যতামাধ্যমিক
চাকরির স্থানইন্ডিয়া
পোস্ট৪টি
মোট শূন্যপদ৩৫৪টি

Border Road Organisation 2022 Post Details (পদের বিবরণ)

(১) মাল্টি স্কিলড ওয়ার্কার পেন্টের (Multi Skilled Worker Painter)

শিক্ষাগত  যোগ্যতা –

  • এই পোস্টটিতে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
  • শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে পেইন্টার সার্টিফিকেট / ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সার্টিফিকেট / ন্যাশনাল কাউন্সিল ফর ট্রেনিং ইন ভোকেশনাল ট্রেডস / স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থাকতে হবে। অথবা,
  • ডিফেন্সে নির্ধারিত পেইন্টিংয়ের জন্য ক্লাস 2 কোর্স পাস সার্ভিস রেগুলেশনস, (সৈনিকদের জন্য যোগ্যতা প্রবিধান) রেকর্ডস/কেন্দ্র বা অনুরূপ প্রতিষ্ঠানের অফিস থেকে প্রতিরক্ষা।

বেতন (Salary) – ১৮,০০০ – ৫৬,৯০০

শূন্যপদ (Vacancy) ৩৩টি

(২) মাল্টি স্কিলড ওয়ার্কার মেস ওইটার (Multi Skilled Worker Mess Waiter)

শিক্ষাগত  যোগ্যতা –

  • এই পোস্টটিতে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
  • ট্রেডে দক্ষতার পরীক্ষায় যোগ্যতা অর্জন করতে হবে বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা পরিচালিত।
  • বর্ডার রোড অনুযায়ী শারীরিক পরীক্ষার যোগ্যতা অর্জন করতে হবে সংস্থার নির্দেশিকা।
  • বর্ডার অনুযায়ী শারীরিক ও চিকিৎসা মান পূরণ করতে হবে সড়ক সংস্থার নির্দেশিকা।

বেতন (Salary) – ১৮,০০০ – ৫৬,৯০০

শূন্যপদ (Vacancy) –১২টি

(৩) ভেহিকল মেকানিক (Vehicle Mechanic)

শিক্ষাগত  যোগ্যতা –

  • এই পোস্টটিতে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
  • মোটরযান/ডিজেলে মেকানিকের শংসাপত্র থাকা তাপ ইঞ্জিন। অথবা,

  • অভ্যন্তরীণ দহনে মেকানিকের শংসাপত্রের অধিকারী ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা সমমানের ইঞ্জিন/ট্রাক্টর; অথবা,

  • সেনাবাহিনী থেকে প্রতিরক্ষা বাণিজ্য সার্টিফিকেট পাস করা ইনস্টিটিউট; প্রতিরক্ষা বা অনুরূপ প্রতিষ্ঠা বা উত্তীর্ণ ডিফেন্সে নির্ধারিত ভেহিকেল মেকানিক ক্লাস II কোর্স সার্ভিস রেগুলেশনস, (সৈনিকদের জন্য যোগ্যতা প্রবিধান) অফিস অফ রেকর্ডস বা কেন্দ্র বা অনুরূপ স্থাপনা থেকে প্রতিরক্ষা।

বেতন (Salary) – ১৯,৯ ০০ – ৬৩,২০০ 

শূন্যপদ (Vacancy) – ২৯৩টি

(৪) ড্রাইভার মেকানিকাল ট্রান্সপোর্ট (Driver Mechanical Transport (OG)

শিক্ষাগত  যোগ্যতা –

  • এই পোস্টটিতে আবেদনের জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
  • একটি ভারী মোটর গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকা: অথবা,

  • ড্রাইভার প্ল্যান্টের জন্য তৃতীয় শ্রেণির কোর্স পাস করা মেকানিক্যাল ট্রান্সপোর্ট যেমন ডিফেন্সে দেওয়া আছে সার্ভিস রেগুলেশনস (এর জন্য যোগ্যতা প্রবিধান সৈনিক) রেকর্ডস বা কেন্দ্র বা অনুরূপ অফিস থেকে প্রতিরক্ষা প্রতিষ্ঠা।

Age Limit of Border Road Organisation 2022 (বয়সসীমা)

  • Multi Skilled Worker Painter ও Multi Skilled Worker Mess Waiter এই দুটি পোস্ট এর ক্ষেত্রে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সরকারী কর্মচারী এবং প্রাক্তন সেনাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩৪  বছর এবং ৪৫ বছর পর্যন্ত।  তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বর্তমানে সরকারের তরফ থেকে যে বয়সসীমা জারি থাকবে সেটাই ধরা হবে।
  • Vehicle Mechanic ও Driver Mechanical Transport এই দুটি পোস্ট এর ক্ষেত্রে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য সাধারণ প্রার্থীদের এবং 45 বছর পর্যন্ত। তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বর্তমানে সরকারের তরফ থেকে যে বয়সসীমা জারি থাকবে সেটাই ধরা হবে।

আরও পড়ুন :-


পশ্চিমবঙ্গে পোস্ট অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি ২০২২ | WB Post Office Recruitment 2022

পশ্চিমবঙ্গে রেলে Group C ও Clark স্থায়ী পদে কর্মী নিয়োগ | Railway Requirement 2022 Apply Online

পশ্চিমবঙ্গের ৩৩ হাজার ছেলে মেয়েকে বিনামূল্যে ট্রেনিং করিয়ে চাকরি | MTDIND Recruitment 2022

 

How to Apply for Border Road Organisation 2022 (আবেদন পদ্ধতি)

এই সমস্ত পোস্ট গুলির ক্ষেত্রে আবেদন করতে হলে আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে এবং সেটিকে প্রিন্টওউট বের করে নিতে হবে। ফর্মটি সম্পূর্ণ ফিলআপ করে ( অবসশই ফর্মটি হিন্দি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ ফিলআপ করতে হবে ) সাথে যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছে সমস্ত কিছু অ্যাটাচ করতে হবে। তার সাথে আগে আবেদন মূল্যটি পেমেন্ট করে তার একটি রশিদ প্রিন্টওউট বের করে ফর্ম এর সাথে অ্যাটাচ করতে হবে এবং ফর্মটি নির্দিষ্ট ঠিকানায় যে তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই দিন থেকে ৪৫ দিন এর মধ্যে ফর্মটি জমা দিতে হবে। একজন প্রাথী একবারের বেশি আবেদন করতে পারবে না তাহলে সেটি বাতিল হয়ে যাবে।

আবেদন মূল্য (Application Fees) – General, OBC ও EWSs including Ex Servicemen প্রাথীদের জন্য ৫০ টাকা আবেদন মূল্য লাগবে। Scheduled Caste(SC) & Scheduled Tribe(ST) প্রাথীদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না।

Border Road Organisation 2022 Important Dates (গুরুত্তপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে০৪.১২.২০২১
আবেদন শুরু০৪.১২.২০২১
আবেদন শেষ১৭.০১.২০২২
ইন্টেরভিয়ের দিনউল্লেখ নেই
অনলাইন পেমেন্ট এর শেষ তারিখ১৭.০১.২০২২

Border Road Organisation 2022 Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)

Official NoticeDOWNLOAD
Official WebsiteCLICK HERE
Online ApplyCLICK HERE
Online Payment LinkCLICK HERE
Application FormDOWNLOAD

Leave a Comment

Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films