প্রতিটি পৌরসভায় ১০পাশে কর্মচারী নিয়োগ | WB Municipality Recruitment 2022

পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভা অফিসে বা মিউনিসিপ্যালিটি অফিসে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার যোগ্য প্রাথী পুরুষ এবং মহিলা উভয় এই মিউনিসিপ্যালিটি চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পৌরসভার বিভিন্ন অফিসে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের জন্যে বয়সসীমা কি লাগবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলো শূন্যপদ আছে, কিভাবে আবেদন করবেন, কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন এই সমস্তকিছু অফিসিয়াল নোটিশ সহ নিচে বিস্তারিত ভাবে দাওয়া রইল।

WB Municipality Recruitment 2022 All Details (সমস্ত তথ্য)

নোটিশ নম্বরMemo No.1932/DKM/21-22
প্রতিষ্ঠানের নামNation Urban Health Mission
যোগ্যতামাধ্যমিক
চাকরির স্থানপশ্চিমবঙ্গ
পোস্ট২টি
মোট শূন্যপদ২টি

WB Municipality Recruitment 2022 Post Details (পদের বিবরণ)

(১) ক্লেরিকাল অ্যাসিসট্যান্ট (Clerical Assistant)

শিক্ষাগত  যোগ্যতা –এই পোষ্টটিতে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। সাথে কম্পিউটার এ বেসিক নলেজ সহ সার্টিফিকেট থাকতে হবে।

বেতন (Salary) – প্রতিমাসে ১৫,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) –মোট শূন্যপদ ১টি

পোস্টিং এর স্থান –  UPHC 1, Kharial, Dankuni

(২) অফিস অ্যাসিসট্যান্ট (Office Assistant)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোষ্টটিতে আবেদন করার জন্য মাধ্যমিক পাশ হতে হবে।

বেতন (Salary) –প্রতিমাসে ৮,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ১টি

পোস্টিং এর স্থান –  UPHC 1, Kharial, Dankuni

Age Limit of WB Municipality Recruitment 2022 (বয়সসীমা)

এখানে পোস্ট গুলিতে আবেদন করার জন্য ০১.০১.২০২২ এই তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ৪০বছরের মধ্যে হতে হবে তাহলেই এখানে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন :-

রাজ্যে নবান্ন অফিসে BSK কর্মচারী নিয়োগ | BSK Recruitment 2022 | BSK Online Application

রাজ্যে বর্ডার রোডস দফতরে মাধ্যমিক পাশ এ চাকরি | Border Road Organisation 2022

রাজ্যে প্রাণী ও মৎস দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | West Bengal WBUAFS Government jobs Recruitment 2021

পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা দপ্তরে Group C পদে চাকরি | District Child Protection Unit Recruitment 2022

 

How to Apply for WB Municipality Recruitment 2022 (আবেদন পদ্ধতি)

এখানে সম্পূর্ণ আবেদনটি অফলাইনের মাধ্যমে হবে। Official Notice এর সাথে আপনারা একটি ফর্ম পেয়ে যাবেন। ফর্মটি প্রিন্ট বের করে ভালোভাবে ফিলআপ করে সাথে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাকে ফর্মটি পোষ্টের মাধ্যমে জমা করতে পারবেন। Official Notice সহ ফর্ম এবং Address এর লিঙ্ক নিচে দাওয়া রয়েছে।

আবেদন মূল্য (Application Fees) – আবেদনের জন্য কোনো Fee লাগবে না।

Selection Process of WB Municipality Recruitment 2022 (নিয়োগ পদ্ধতি)

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এই পোস্ট গুলিতে নিয়োগ করা হবে। 

WB Municipality Recruitment 2022 Important Dates (গুরুত্তপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে১৭.০১.২০২২
আবেদন শুরু১৭.০১.২০২২
আবেদন শেষ৩১.০১.২০২২

WB Municipality Recruitment 2022 Importent Links (প্রয়োজনীয় লিঙ্ক)

Official NoticeDOWNLOAD
Official WebsiteCLICK HERE
Official AddressUttar Subhas Pally, Manoharpur,
PO & PS – Dankuni, Dist : Hooghly Pin- 712311

Leave a Comment

HISTORY IS MADE! Anshul Jubli, Is First Indian To Win UFC final The Threat Concealed By The Affluence Of The Premier League Oliver Kahn SLAMS Bayern Munich Captain Manuel Neuer The UFC Will Welcome Back Conor McGregor In The Ultimate Fighter Fedor Emelianenko Is Defeated In The Final Of Bellator