আমাদের দেশের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি একটি বিরাট বড় ঘোষণা করেছেন। সারা দেশ জুড়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হতে চলেছে ‘এক পরিবার এক চাকরি প্রকল্প’। এবার মোদিজি প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেবেন। কিভাবে এখানে আবেদন করতে হবে, কি কি যোগ্যতা লাগবে, অনলাইনে নাকি অফলাইনে আবেদন করতে হবে, বেতন কত হবে, স্থায়ী না অস্থায়ী পদে চাকরি দাওয়া হবে সমস্তকিছু বিস্তারিত ভাবে নিচে দাওয়া রইল।
এক পরিবার এক চাকরি প্রকল্পটি কি? What is Ek Poribar Ek Chakri Prakalpa 2022
এক পরিবার এক চাকরি প্রকল্প কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত একটি কর্মসংস্থান মুখী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারের একজন সদস্যকে চাকরি দাওয়া হবে। শিক্ষাগত ভিত্তিতে পরিবারের একজনকে দাওয়া হবে এই চাকরি। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কর্মসংস্থান এবং বেকারত্ব দূর করা। এক পরিবার এক চাকরির মাধ্যমে বেকার ছেলে মেয়েদের যোগ্যতা অনুযায়ী সরকারি কিংবা বেসরকারি চাকরিতে নিযুক্ত করা হবে।
Who can apply for Ek Poribar Ek Chakri Prakalpa 2022 (কারা আবেদন করতে পারবেন)
যে পরিবারে কোনো সদস্য এখনও পর্যন্ত সরকারি চাকরি পাননি বা সরকারি চাকরি হয়নি শুধু মাত্র তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আপাতত সরকারি দপ্তরে অস্থায়ী ভাবে নিয়োগ দাওয়া হবে। নিয়োগ পত্র পাওয়ার ৫ বছরের মধ্যে সব কিছু স্থায়ী করে দাওয়া হবে।
Age Limit for Ek Poribar Ek Chakri Prakalpa 2022 (বয়সসীমা)
সাধারনত সরকারি চাকরির ক্ষেত্রে বয়সসীমা জামিন থাকে এই চাকরির ক্ষেত্রেও তেমন থাকবে। অর্থাৎ SC/ST এবং OBC কাস্ট এর প্রাথীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে যথাক্রমে ৫ বছর এবং ৩ বছরের জন্য ছার পাবেন।
Ek Poribar Ek Chakri Prakalpa 2022 Salary (বেতন কত)
এখানে বেতন শুরু হবে ১২,০০০ টাকা থেকে শুরু করে ৩৫,৫০০ টাকা পর্যন্ত এবং যদি আপনাকে সরকারি চাকরি দাওয়া হয় তাহলে আপনি সরকারি চাকরির সমস্ত সুবিধাও পাবেন বেতন এর সাথে।
আরও পড়ুন:-
NEET kya hai in Hindi | नीट क्या है पूरी जानकारी हिंदी में | NEET Full Form
এই রেশন কার্ড গুলো থাকলেই পাবেন ঘরের টাকা | PM Modi Awas Plus Yojana 2022
৪০,৮০০ টাকা পাবেন জব কার্ড থাকলে | West Bengal job card checklist | MGNREGA
পশ্চিমবঙ্গে জেলা হাসপাতালে Group D পদে কর্মী নিয়োগ ২০২২ | WB Health Recruitment 2022
Documents Required for Ek Poribar Ek Chakri Prakalpa 2022 (কি কি ডকুেন্টস লাগবে)
এই প্রকল্পে আবেদন করার জন্য যে যে ডকুমেন্ট লাগবে সেগুলো হল: আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ সহ সার্টিফিকেট এবং রেজাল্ট। বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্মের সার্টিফিকেট।
Qualification Required for Ek Poribar Ek Chakri Prakalpa 2022 (শিক্ষাগত যোগ্যতা)
এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেনী পাশ যোগ্যতা এবং সর্বোচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এছাড়াও স্নাতক স্নাতকোত্তর ডিপ্লোমা, বিএড এবং আইটিআই নিয়ে পাশ করা ছেলে মেয়েরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
How to Apply Ek Poribar Ek Chakri Prakalpa 2022 (আবেদন পদ্ধতি)
অনলাইনে এই প্রকল্পে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির পদে প্রকারভেদ থাকবে। এক পরিবার এক চাকরি প্রকল্পটি দেশের বিভিন্ন রাজ্যে চালু করার জন্য কেন্দ্র সরকার উঠে পরে লেগেছেন। যার মধ্যে সিকিম রাজ্যে এই প্রকল্পটি চালু হয়ে গেছে এবং খুব শীঘ্রই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই প্রকল্পটি চালু হতে চলেছে।
আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় দফা যে ভোট হয়েছে তার আগে ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গে এক পরিবার এক চাকরির প্রকল্প চালু করতে চলেছেন এবং তার জন্য জমি নাওয়া হয়ে গেছে।