পশ্চিমবঙ্গে জেলা হাসপাতালে Group D পদে কর্মী নিয়োগ ২০২২ | WB Health Recruitment 2022

Government of West Bengal Health & Family Welfare Department থেকে প্রকাশিত নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে WB Health Recruitment 2022। এখানে পশ্চিমবঙ্গের সাস্থ্য দফতরের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলা হাসপাতাল গুলিতে বিভিন্ন ক্লার্ক পোস্টে এবং বিভিন্ন Group-D পোস্টে মোট ১২টি পোস্টে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের জন্য এই নোটিশ টি জারি করা হয়েছে। এখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এই সাস্থ্য দফতরে আবেদন করতে পারবেন। তো এখানে কোন কোন পোস্ট এ নিয়োগ করছে, কতগুলি পদে নিয়োগ করা হবে, কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে পারবেন এই সমস্তকিছু অফিসিয়াল নোটিশ সহ নিচে দাওয়া রইল।

Table of Contents

WB Health Recruitment 2022 All Details (সমস্ত তথ্য)

নোটিশ নম্বরCMOH- N24PGS/NHM/85
প্রতিষ্ঠানের নামHealth & Family Welfare Department
যোগ্যতাউচ্চমাধ্যমিক
চাকরির স্থানপশ্চিমবঙ্গ
পোস্ট১৭ টি
মোট শূন্যপদ২৩৩টি

WB Health Recruitment 2022 Post Details (পদের বিবরণ)

(১) এফটিএমও (FTMO)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোস্ট এ  আবেদন করার জন্য MBBS Degree পাশ করতে হবে।

পোস্টিং এর স্থান – বিধাননগর, বনগাও, হাবড়া, বারাসাত, হালিশহর, কামারহাটি, কচড়াপারা, নৈহাটি, নর্থ দমদম, সাউথ দমদম, পানিহাটি

বেতন (Salary) – ৬০, ০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ২১টি। যেকোনো কাস্ট এর প্রাথী এখানে আবেদন করতে পারবেন।

(২) ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোস্ট এ আবেদন করার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথমেটিক্স এ ৪০শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সাথে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।  

পোস্টিং এর স্থান – বরানগর, ভাটপাড়া, বিধাননগর, কমারহাটি, নর্থ ব্যারাকপুর, পনিহাটি, সাউথ দমদম। 

বেতন (Salary) – ২২,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ১৬ টি। জেনারেল-৮টি, SC-৪ টি, ST- ১টি, OBC A- ১টি, OBC B- ২টি।

(৩) স্টাফ নার্স (Staff Nurse)

শিক্ষাগত  যোগ্যতা – ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে GNM নার্সিং কোর্স পাশ করতে হবে। তাহলে এই পোষ্টে আবেদন করতে পারবেন।

পোস্টিং এর স্থান – অশোকনগর, বিধাননগর, বনগাঁও, বরানগর, ব্যারাকপুর, ভাটপাড়া, হাবড়া, হালিশহর, গারুলিয়া, কামারহাটি, খারদা, মধ্যমগ্রাম, নিউব্যারাকপুর, নর্থ ব্যারাকপুর, কাচড়াপারা, নৈহাটি, দমদম, নর্থ দমদম, সাউথ দমদম, পানিহাটি, টিটাগর

বেতন (Salary) – ২৫,০০০ টাকা 

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ১৭৩টি। Gen- ৯৪টি,স্ক – ৩৯টি, ST- ১০টি, OBC A- ১৭টি, OBC – ১৩টি। 

(৪)ল্যাবরেটরি টেকনিশিয়ান এনসি ডি (Laboratory Technician NCD)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোস্ট এ আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সাথে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা থাকতে হবে।

পোস্টিং এর স্থান – ডিস্ট্রি্ট এন সি ডি ক্লিনিক। 

বেতন (Salary) – ২২,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ১টি। Gen- ১টি। 

(৫) মেডিক্যাল অফিসার (Medical Officer)

শিক্ষাগত  যোগ্যতা –  এই পোস্ট e আবেদন করার জন্য MBBS Degree পাশ করতে হবে।

পোস্টিং এর স্থান – ডিস্ট্রিক্ট হসপিটাল, বারাসাত। 

বেতন (Salary) – ৬০,০০০ টাকা। 

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ১টি। Gen- ১টি।

(৬) কাউন্সিলর (Counsellor)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোষ্টে আবেদন করার জন্য MA/M.SC পাশ হতে হবে Sociology অথবা Psychology নিয়ে তাহলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন।

পোস্টিং এর স্থান – ডিস্ট্রিক্ট হসপিটাল, বারাসাত। 

বেতন (Salary) – ২০,০০০ টাকা। 

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ১টি। SC – ১টি।

(৭) স্টাফ নার্স (Staff Nurse)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোস্ট এ আবেদন করার জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে জিএনএম(GNM) এই কোর্সটি করা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন।

পোস্টিং এর স্থান – ডিস্ট্রিক্ট হসপিটাল, বারাসাত। 

বেতন (Salary) – ২৫,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ১টি। Gen- ১টি, SC – ১টি,।

(৮) এল ডি সি (LDC)

শিক্ষাগত  যোগ্যতা – রিটাইর্ড গভর্মেন্ট এমপ্লয় হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন।

পোস্টিং এর স্থান – ডিস্ট্রি্ট আয়ুষ সেল। 

বেতন (Salary) – উল্লেখ নেই।

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ১টি। Gen- ১টি।

(৯) Group D (গ্রুপ ডি)

শিক্ষাগত  যোগ্যতা – রিটাইর্ড গভর্মেন্ট এমপ্লয় হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন।

পোস্টিং এর স্থান – ডিস্ট্রি্ট আয়ুষ সেল।

বেতন (Salary) – উল্লেখ নেই।

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ১টি। Gen – ১টি।

(১০) মেডিক্যাল অফিসার (Medical Officer)

শিক্ষাগত  যোগ্যতা – শিক্ষাগত  যোগ্যতা – এই পোস্ট e আবেদন করার জন্য MBBS Degree পাশ করতে হবে।

পোস্টিং এর স্থান – বারাসাত ডি এইচ

বেতন (Salary) – ৫০,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ১টি। SC- ১টি

(১১) কাউন্সিলর (Counsellor)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোষ্টে আবেদন করার জন্য MA/M.SC পাশ হতে হবে Sociology অথবা Psychology নিয়ে তাহলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন।

পোস্টিং এর স্থান – বারাসাত ডি এইচ

বেতন (Salary) – ১৩,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ১টি। Gen – ১টি

(১২) ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোস্ট এ আবেদন করার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথমেটিক্স এ ৪০শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সাথে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

পোস্টিং এর স্থান – অশোকনগর এস জি এইচ, শ্রী বলরাম এস জি এইচ, রিকযোয়ানি বি পি এইচ সি, বাগধা আর এইচ, হাবড়া এস জি এইচ

বেতন (Salary) – ১৩,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ৫টি।  Gen – ২টি, SC – ২টি, OBC B- ১ টি।

(১৩) সিনিয়র মেডিক্যাল অফিসার (Senior Medical Officer)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোস্ট e আবেদন করার জন্য MBBS Degree পাশ করতে হবে।

বেতন (Salary) – ৬০,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ১টি। Gen- ১টি।

(১৪) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার (Senior Treatment Supervisor)

শিক্ষাগত  যোগ্যতা – এখানে আবেদন করার জন্য আপনার গ্র্যাজুয়েশন পাশ হতে হবে তার সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং বাইক এর লাইসেন্স থাকতে হবে।

বেতন (Salary) – ২৫,০০০ টাকা। 

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ২টি।  ST- ১টি, OBC A- ১টি।

(১৫) সিনিয়র ট্রিটমেন্ট ল্যাবরেটরি সুপারভাইজার (Senior Treatment Laboratory Supervisor)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোস্ট এ আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সাথে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। সাথে বাইক এর লাইসেন্স থাকতে হবে।

বেতন (Salary) – ২৫,০০০ টাকা 

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ২টি। SC – ১টি, ST- ১টি।

(১৬) আরএনটিসিপি ল্যাবরেটরি টেকনিশিয়ান/স্পুটুম মাইক্রোস্কোপইস্ট (RNTCP Laboratory Technician/Sputum Microscopist)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোস্ট এ আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সাথে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে ডিপ্লোমা এবং বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। সাথে RNTCP অথবা Sputum Microscopist তে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতর শিক্ষাপ্রাথীরাও এই পোস্ট এর জন্য আবেদন করতে পারবেন।

বেতন (Salary) – ২২,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ২টি। ST – ২টি।

(১৭) টিউবেরকুলোসিস হেলথ ভিজিটর (Tuberculosis Health Visitor)

শিক্ষাগত  যোগ্যতা – গ্রাজুয়েট ইবং উচ্চমাধ্যমিক পাশ প্রাথীরা এখানে আবেদন করতে পারবেন এবং সাথে এই ফিল্ড এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাথে Tuberculosis Health Visitor কোর্স করা থাকতে হবে এবং কম্পিউটার এ নলেজ থাকতে হবে।

বেতন (Salary) – ১৮,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – মোট শূন্যপদ ১টি।  ST ১টি।

আরও পড়ুন :-

রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ | Central Govt Agriculture Recruitment 2022

রাজ্যে প্রাণী ও মৎস দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | West Bengal WBUAFS Government jobs Recruitment 2022

পশ্চিমবঙ্গে জল দপ্তরে মাধ্যমিক পাশে চাকরি ২০২২ | WB Water Resource Department Recruitment 2022

Age Limit of WB Health Recruitment 2022  (বয়সসীমা)

(১) এফটিএমও (FTMO) – ৬২ বছর বা তার কম হতে হবে। 

(২) ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician) – ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

(৩) স্টাফ নার্স (Staff Nurse) – ৬৪ বছরের মধ্যে বয়স হতে হবে।

(৪)ল্যাবরেটরি টেকনিশিয়ান এনসি ডি (Laboratory Technician NCD) – ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

(৫) মেডিক্যাল অফিসার (Medical Officer) – ৬৩ বছরের মধ্যে বয়স হতে হবে।

(৬) কাউন্সিলর (Counsellor) – ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

(৭) স্টাফ নার্স (Staff Nurse) – ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

(৮) এল ডি সি (LDC) -৬২ বছরের নিচে বয়স হতে হবে।

(৯) Group D (গ্রুপ ডি) – ৬২ বছরের নিচে বয়স হতে হবে।

(১০) মেডিক্যাল অফিসার (Medical Officer) – ৭০ বছরের নিচে বয়স হতে হবে।

(১১) কাউন্সিলর (Counsellor) – সর্বাধিক ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে।

(১২) ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician)– সর্বাধিক ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে। SC/ST/OBC দের ক্ষেত্রে বয়সের ছার থাকবে।

(১৩) সিনিয়র মেডিক্যাল অফিসার (Senior Medical Officer) – সর্বাধিক ৬২ বছরের মধ্যে বয়স হতে হবে।

(১৪) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার (Senior Treatment Supervisor) – সর্বাধিক ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

(১৫) সিনিয়র ট্রিটমেন্ট ল্যাবরেটরি সুপারভাইজার (Senior Treatment Laboratory Supervisor) – সর্বাধিক ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

(১৬) আরএনটিসিপি ল্যাবরেটরি টেকনিশিয়ান/স্পুটুম মাইক্রোস্কোপইস্ট (RNTCP Laboratory Technician/Sputum Microscopist) – সর্বাধিক ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

(১৭) টিউবেরকুলোসিস হেলথ ভিজিটর (Tuberculosis Health Visitor) – সর্বাধিক ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।

How to Apply for WB Health Recruitment 2022 (আবেদন পদ্ধতি)

এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচে অফিশিয়াল নোটিশ সহ আবেদন করার লিঙ্কটি দাওয়া রয়েছে আপনারা সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদন মূল্য (Application Fees) – উল্লেখ নেই।

WB Health Recruitment 2022 Important Dates (গুরুত্তপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে০৪.০১.২০২২
আবেদন শুরু১৩.০১.২০২২
আবেদন শেষ২২.০১.২০২২

WB Health Recruitment 2022 Importent Links (প্রয়োজনীয় লিঙ্ক)

Official NoticeDOWNLOAD
Official WebsiteCLICK HERE
Online ApplyCLICK HERE

Leave a Comment

Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films