এই রেশন কার্ড গুলো থাকলেই পাবেন ঘরের টাকা | PM Modi Awas Plus Yojana 2022 | PMAY

PMAY PM Modi Awas Plus Yojana 2022 pmayg nic in pradhan mantri awas yojana gramin PM Modi Awas Plus Yojana last date PM Modi Awas Plus Yojana loan PM Modi Awas Plus Yojana form

পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেলো PM Modi Awas Plus Yojana 2022 এর. মাধ্যেমে ঘর বিতরণ। এখানে এপিএল, বি পি এল সকলেই কিন্তু এই Awas Plus Yojna এর মাধ্যমে একটি ঘর পেতে পারেন। যেমনটা আপনারা জানেন যে আমাদের এখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের তিনটি রেশন কার্ড চলে সেগুলি হল AAY, SPHH এবং PHH এছাড়াও রাজ্যে সরকারের আরও দুটি রেশন কার্ড রয়েছে সেগুলো হল RKSY-1 এবং RKSY-2 । তাহলে আপনার কাছে কোন রেশন কার্ডটি রয়েছে এবং সেই রেশন কার্ডটি দিয়ে আপনি কীভাবে ঘর পেতে পারেন সেই বিষয়ে বিস্তারিত ভাবে নিচে জানানো হলো। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি Awas Yojana তে যে ঘর গুলো দাওয়া হতো তার তুলনায় Awas Plus Yojana তে যে ঘর দাওয়া হবে সেই টাকা আগের তুলনায় বেশি।

আবাস প্লাস যোজনা কি ?

প্রধানমন্ত্রী Awas Yojana টি হল কেন্দ্রীয় সরকারের একটি যোজনা  যেখানে সাধারণ মানুষদের বসবাসের জন্য তাদের ঘর তৈরির জন্য টাকা দাওয়া হয়। এই আবাস যোজনা টিকে এবার আরো উন্নত করে নতুন ভাবে আবাস প্লাস যোজনা হিসাবে নিয়ে আসা হয়েছে। এই আবাস প্লাস যোজনায় ঘর পাওয়ার জন্য কিছু ডকুমেন্টস থাকা প্রয়োজন। যার মধ্যে একটি অন্যতম ডকুমেন্ট হল রেশন কার্ড। এই রেশন কার্ড এর উপরে নির্ভর করছে যে আপনি কত তাড়াতাড়ি ঘর পাবেন এবং এই রেশন কার্ডের ধরনের উপর ভিত্তি করেই ঘর বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন :-

লক্ষ্মীর ভান্ডারে এবার ৪০০০ ও ২০০০ টাকা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে । Lakshmir Bhandar Scheme New Update

(2022 সে) মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ৬টি নতুন প্রকল্প,৩০,০০০ টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে । The Chief Minister Announced 6 New Scheme

সেবাসখী প্রকল্পে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগ করা হচ্ছে | Seba Sakhi Prakalpa Online Apply

আবাস প্লাস যোজনায় ঘর পাওয়ার কিছু শর্ত

  • আবাস প্লাস এ ঘর পেতে হলে অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের কম করে দশ বছরের বাসিন্দা হতে হবে।
  • আপনাদের বাড়ি অবশ্যই কাঁচা বাড়ি হতে হবে।
  • আপনাকে একজন খেটে খাওয়া দিন দারিদ্র্য মানুষ হতে হবে।
  • আপনাদের ঘরে যদি কেউ সরকারি চাকরী করে তাহলে এক্ষেত্রে কিন্তু আপনারা এই আবাস যোজনার সুবিধা পাবেন না।

আবাস প্লাস যোজনায় কি কি ডকুমেন্টস লাগবে ?

  • ভোটার কার্ড এর জেরক্স
  • রেশন কার্ড এর জেরক্স
  • আধার কার্ড এর জেরক্স
  • ব্যাংক এর পাস বইয়ের জেরক্স
  • পাসপোর্ট সাইজের ছবি

কোন কোন রেশন কার্ড এর মাধ্যেমে আপনারা এই ঘর পাবেন ?

AAY বা অন্ত্যদায়া অন্ন যোজনা

১. AAY এই রেশন কার্ডটি যাদের কাছে থাকবে তারাই সর্ব প্রথম ঘর পাওয়ার জন্য নির্বাচিত হবেন। কারন এই রেশন কার্ডটি সুপার বিপিএল ক্যাটাগরির অন্তর্ভুক্ত।

SPHH বা স্টেট প্রায়োরিটি রেশন কার্ড

২. SPHH এই রেশন কার্ডটি যদি আপনার কাছে থাকে তাহলেও আপনি আবাস প্লাস যোজনায় ঘর পাওয়ার জন্য যোগ্য। কিন্তু   এক্ষেত্রে AAY রেশন কার্ড যাদের রয়েছে তাদের পরেই SPHH এই রেশন কার্ডটি স্থান পাবে। এই SPHH রেশন কার্ডটি ও একরকমের বিপিএল কার্ড এর মধ্যে পরে।

PHH বা প্রায়োরিটি হাউসহল্ড

৩. PHH এই রেশন যাদের রয়েছে তারাও এই আবাস যোজনাতে ঘর পাওয়ার যোগ্য। বিপিএল তালিকার মধ্যে এই রেশন কার্ডটি স্থান হল তিন নম্বরে। এই রেশন কার্ডটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনিও আবাস প্লাস যোজন ঘর পেতে পারেন।

RKSY-1 বা রাজ্যে খাদ্য সুরক্ষা যোজনা

৪. RKSY-1 এই রেশন কার্ডটি পশ্চিমবঙ্গের রাজ্যে সরকারের অধীনে থাকা কার্ড। এই কার্ডটি যাদের কাছে রয়েছে তারাও ঘর পাওয়ার যোগ্য কিন্তু এক্ষেত্রে সেই সম্ভাবনা কিছুটা হলেও কম।

RKSY-2 বা রাজ্যে খাদ্য সুরক্ষা যোজনা

৫. RKSY-2 এই কার্ডটি হলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে থাকা দ্বিতীয় কার্ড। এই কার্ডটি যাদের রয়েছে তাঁদের আবাস প্লাস যোজনায় ঘর পাওয়ার সম্ভাবনা খুবই কম কারন এই কার্ডটি একটি এপিএল ক্যাটাগরির মধ্যে পরে কিন্তু এই ক্ষেত্রে কোনো উচ্চ পদস্থ অধিকারী যদি মনে করেন যে আপনি এই ঘর পাওয়ার যোগ্য তাহলে আপনিই এই ঘর পেতে পারেন।

Online Apply Click Here

কিভাবে আবেদন করতে হবে দেখে নিন

Leave a Comment

Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films