Forest Guard Recruitment 2022 West Bengal Forest Guard Recruitment 2022 apply online Forest Guard Recruitment 2022 last date Forest Guard Recruitment exam date 2022 Forest Guard result Forest Guard salary Forest Guard syllyabus Forest Guard admit card
Tropical Forest Research Institute বা বনদপ্তর থেকে একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সরাসরি বনদপ্তর থেকে বিভিন্ন ফরেস্ট গার্ড, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট পদে নতুন কর্মী নিয়োগের জন্য এই নোটিফিকেশন টি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় ফরেস্ট গার্ড সহ বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।
Forest Guard Recruitment 2022 West Bengal (সমস্ত তথ্য)
নোটিশ নম্বর | NO-TFRI/JBP/DR-2/2022 |
প্রতিষ্ঠানের নাম | ইন্ডিয়ান কাউন্সিল ফরেস্টি অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন |
যোগ্যতা | মাধ্যমিক পাশ |
পোস্ট | ৬টি |
মোট শূন্যপদ | ৪২টি |
Forest Guard Recruitment 2022 West Bengal (পদের বিবরণ)
(১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা – প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান থেকে সাইন্সে ব্যাচেলর ডিগ্রী সাথে বোটানি/জুলজি/বায়োটকনোলজী/ ফরেষ্টি থাকতে হবে।
বেতন (Salary) – উল্লেখ নেই
শূন্যপদ (Vacancy) –৯টি
(২) স্টেনোগ্রফার
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং সাথে প্রতি মিনিটে ৮০ ওয়ার্ড টাইপিং স্পিড থাকতে হবে। সাথে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে।
বেতন (Salary) –উল্লেখ নেই
শূন্যপদ (Vacancy) – ২টি
(৩) লোয়ার ডিভিশন ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা –এই পদে আবেদন করার জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং টাইপরাইটার এ প্রতি মিনিটে ৩০টি ওয়ার্ড ইংরেজির জন্য ও ২৫টি ওয়ার্ড হিন্দির জন্য স্পীড থাকতে হবে।
কম্পিউটার এর ক্ষেত্রে প্রতি মিনিটে ৩৫টি ওয়ার্ড ইংরেজির জন্য এবং ৩০টি ওয়ার্ড হিন্দির জন্য স্পীড থাকতে হবে।
বেতন (Salary) – উল্লেখ নেই
শূন্যপদ (Vacancy) – ৯টি
(৪) টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা –এক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে সাথে নির্দিষ্ট বিষয়ে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
বেতন (Salary) – উল্লেখ নেই
শূন্যপদ (Vacancy) –৩টি
(৫) ফরেস্ট গার্ড
শিক্ষাগত যোগ্যতা –সাইন্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং তার সাথে ফরেস্ট গার্ড এর কোর্স করা থাকতে হবে।
বেতন (Salary) – উল্লেখ নেই
শূন্যপদ (Vacancy) –৩টি
(৬) মাল্টি টাস্কিং স্টাফ
শিক্ষাগত যোগ্যতা –এই পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাশ হতে হবে।
বেতন (Salary) – উল্লেখ নেই
শূন্যপদ (Vacancy) – ১৬টি
Age Limit of Forest Guard Recruitment (বয়সসীমা)
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য ০৫.০৩.২০২২ এই তারিখ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
স্টেনোগ্রফার,লোয়ার ডিভিশন ক্লার্ক,ফরেস্ট গার্ড ও মাল্টি টাস্কিং স্টাফ এই চারটি পদের ক্ষেত্রে ০৫.০৩.২০২২ এই তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে ।
টেকনিশিয়ান এই পদের জন্য ০৫.০৩.২০২২ এই তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে ।
আরও পড়ুন :-
Central Industrial Security Force | CISF Recruitment 2022 কনস্টেবল নিয়োগ
রাজ্যে রেল স্টেশনে টিকিট ক্লার্ক নিয়োগ ২০২২ | Railway Ticket Counter Job In Kolkata
How to Apply for Forest Guard Recruitment (আবেদন পদ্ধতি)
এক্ষেত্রে অনলাইনের মাধ্যেমে আপনাদের আবেদন করতে হবে। নিচে আবেদন লিংক এবং অফিসিয়াল নোটিশ দাওয়া হয়েছে সেখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদন মূল্য (Application Fees) – এক্ষেত্রে আবেদন করার জন্য মোট ১৩০০টাকা লাগবে। শুধুমাত্র SC/ST/Divyang/Women/Ex-Serviceman এর ক্ষেত্রে ৮০০টাকা লাগবে আবেদন করতে।
Process of Forest Guard Recruitment Selection (নিয়োগ পদ্ধতি)
এখানে পরীক্ষার মাধ্যেমে নিয়োগ করা হবে এবং তার সাথে সাথে অন্য সমস্ত পদ অনুযায়ী টেস্টে অনুত্তীর্ণ হতে হবে অর্থাৎ টাইপিং টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, ট্রেড টেস্ট।
Forest Guard Recruitment Important Dates (গুরুত্তপূর্ণ তারিখ)
আবেদন প্রকাশিত হয়েছে | ০৭.০২.২০২২ |
আবেদন শুরু | ০৭.০২.২০২২ |
আবেদন শেষ | ০৫.০৩.২০২২ |
Forest Guard Recruitment Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)
Official Notice | DOWNLOAD |
Online Apply | CLICK HERE |
Official Website | CLICK HERE |
Official Website | CLICK HERE |
Latest Job | CLICK HERE |