বর্তমানে আপনাদের সকলের জন্য একটা বিরাট সুখবর আপনারা এতদিন ধরে রেশন দোকানে শুধুমাত্র চাল, ডাল, চিনি, আটা এই সমস্ত সামগ্রী পেয়ে থাকেন। আগামী কয়েদিনের মধ্যে কিন্তু চালু হতে চলেছে রেশন দোকানে গ্যাস সিলিন্ডার। শুধুমাত্র গ্যাস সিলিন্ডার নয় তাছাড়াও একাধিক সুবিধাও এবার থেকে আপনারা কিন্তু পাবেন রেশন দোকানে। তার জন্য আপনাদের অন্য কোথাও যেতে হবে না যে সমস্ত প্রয়োজনীয় জিনিস আপনারা বর্তমানে অন্য কোথাও গিয়ে পরিষেবা পান সেই সমস্ত পরিসেবা গুলো এবার থেকে আপনারা পেতে শুরু করবেন রেশন দোকানে।
বর্তমানে দুয়ারে রেশন যেমন চালু হয়েছে তার পাশাপাশি আপনারা এতদিন পর্যন্ত রেশন দোকানের সামনে লম্বা লাইন লাগিয়ে রেশন তুলেছেন কিন্তু গ্যাস সিলিন্ডার বা আরো অন্যান্য পরিসেবা পাওয়ার জন্য আপনাদের কিন্তু অন্যান্য জায়গায় ছুটতে হত সেই সমস্যা টাকে সমাধান করার জন্য এবার শুরু হতে চলেছে রেশন দোকানে সমস্ত রকমের পরিসেবা। শুধুমাত্র চাল,ডাল, চিনি এই সব দাওয়া রেশন দোকানের বর্তমানে কাজ নয় তাছাড়াও আরও কি কি পরিসেবা বর্তমানে দাওয়া হবে সেটাও কিন্তু সিলমোহর দিলো কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বর্তমানে কি কি ঘোষণা করা হয়েছে এবং কবে থেকে চালু করা হবে আরও কি কি পরিসেবা পাবেন সেই সমস্তকিছু আপনাদের নিচে জানানো হলো।
আরও পড়ুন:-
৪০,৮০০ টাকা পাবেন জব কার্ড থাকলে | West Bengal job card checklist | MGNREGA
৪২,০০০ কর্মী নিয়োগ হবে দুয়ারে রেশনে | WB Duare Ration Recruitment 2022
এবার থেকে রেশন দোকানে শুধু রেশন নয় মিলবে এই সমস্ত পাঁচ মেসালি পরিসেবা। বর্তমানে আমরা সবাই জানি রেশন দোকানে শুধুমাত্র ভর্তুকি যুক্ত সামগ্রীর জন্য লম্বা লাইন কিন্তু এই ধারণাটিকে পুরোপুরি পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই জন্যে সরাসরি রেশন দোকানে নতুন ব্যাবস্থা চালু হতে শুরু করেছে এবং এই ব্যাবস্থার দরুন বর্তমানে আপনরা সিলিন্ডার তথা ইলেকট্রিক বিল, ফোনের রিচার্জ সহ ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি পরিষেবাও পাবেন।
কি কি পরিষেবা পাওয়া যাবে রেশন দোকান থেকে
২০১৯ সালে খাদ্য ও বণ্টন মন্ত্রকের কাছে রেশন ডিলাররা প্রস্তাব দিয়েছিলেন যাতে গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য নানান পরিষেবা সাধারণ মানুষকে দাওয়া যায়। সেই প্রস্তাবটি কে বর্তমানে সিলমোহর দিলো কেন্দ্রীয় সরকার।
স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি থেকে রেশন দোকানে নানান ধরনের পরিষেবা পেতে চলেছে সাধারণ মানুষ। এই সকল পরিষেবার মধ্যে খুব শীগ্রই রেশন দোকান থেকে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার। রেশন দোকান গুলিকে Common Service Center এ পরিণত করা হতে চলেছে। বর্তমানে যে কমন সেন্টারে আপনারা ইলেকট্রিক বিল, ফোনের রিচার্জ, ট্রেন এর টিকিট, প্লেন এর টিকিট, ভোটার কার্ড, আধার কার্ড এর ইত্যাদি পরিষেবা পান সেটাই এবার থেকে পাবেন রেশন দোকানে। কারণ এবার থেকে রেশন দোকান পরিণত হতে চলেছে Common Service Center এ।
রেশন দোকান থেকে মিলতে পারবে ৫কেজি ওজনের গ্যাস সিলিন্ডার, তারসাথে আরও একাধিক পরিষেবা। এই সমস্ত পরিষেবার মধ্যে রয়েছে ফোনের বিল জমা দাওয়া, ট্রেন এবং প্লেন এর টিকিট বুক করা, এছাড়াও ভোটার কার্ড এবং আধার কার্ড এর মত পরিষেবাও প্রদান করবে রেশন দোকান গুলি। এই সমস্ত পরিষেবা রেশন দোকান গুলোতে চালু হলে রেশন ডিলারদের যেমন আয় বৃদ্ধি হবে তেমনি সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু অনেকটাই কম হবে। বর্তমানে আপনারা এই সমস্ত পরিষেবা পাওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন দোকানে গিয়ে কিন্তু আপনাদের কাজ করতে হয় এই সমস্ত কাজ গুলোকে যাতে একসাথে একজায়গায় করানো যায় রেশন নেওয়ার পাশাপাশি যাতে আপনারা এই সমস্ত পরিষেবা গুলো একজায়গা থেকে পেতে পারবেন তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি চালু করতে চলেছেন। ফলে আপনাদের ভোগান্তি যেমন অনেকটাই কম হবে সাথে আপনারা একাধিক সুবিধা একই জায়গা থেকে পাবেন। তাহলে বর্তমানে চাল, ডাল, চিনি, আটা শুধু নয় গ্যাস সিলিন্ডার, ফোনের বিল, ইলেকট্রিক বিল, ট্রেন এর টিকিট, প্লেন এর টিকিট, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি একাধিক পরিষেবা আপনারা সরাসরি পাবেন রেশন দোকান থেকে।