সেবাসখী প্রকল্পে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগ করা হচ্ছে | Seba Sakhi Prakalpa Online Apply

Seba Sakhi Prakalpa Online Apply, Seba Sakhi Prakalpa in Bengali, Seba Sakhi Prakalpa form, Seba Sakhi Prakalpa Project, seba sakhi recruitment

এবার আনন্দধারা প্রকল্পের অধীনে শুরু হয়ে গেল নতুন সেবাসখী প্রকল্পে নিয়োগ। এই নিয়োগের ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অগ্রাধিকার দাওয়া হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত না হলেও কিন্তু আবেদন করতে পারবেন। কবে থেকে শুরু হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া, কিভাবে আবেদন করবেন, কতজন লোক লাগবে, শিক্ষাগতযোগ্যতা কি লাগবে, বয়সসীমা কি লাগবে এই বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দাওয়া হল।

রাজ্যের স্বনির্ভর দলের মহিলাদের বিনামূল্যে তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের আশাকর্মীর মতো আরেকটি নতুনকাজে নিযুক্ত করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তোর জোর করে এর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যে সরকার। এই কাজের ক্ষেত্রে রাজ্যে সরকার প্রয়োজন মত সকল প্রকার ট্রেনিং করিয়ে নেবে। এই প্রকল্পের মাধ্যেমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে সাথে অন্যান্য মহিলারাও উপকৃত হবেন।

সেবাসখি প্রকল্প কি?

রাজ্যর সমস্ত বয়স্ক এবং শয্যাশায়ী রোগীদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী সেবাসখি প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে বয়স্ক এবং শয্যাশায়ী মানুষের স্বাস্থ্য সংক্রান্ত যত্ন নাওয়ার জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাথে সাথে অন্যান্য মহিলাদের ও নিয়োগ করা হচ্ছে। এর ফলে মানুষের সেবার সাথে সাথে কর্মসংস্থান এর একটা বিরাট সুযোগ হচ্ছে।

সেবাসখি প্রকল্পে কাদের নিয়োগ করা হবে?

সেবাসখি প্রকল্পে রাজ্যের সমস্ত মহিলারাই আবেদন করতে পারবেন। তবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অগ্রাধিকার দাওয়া হবে। আনন্দধারা প্রকল্পের অধীনে এই সেবাসখি কাজটি সম্পূর্ণ করার কথা শোনা যাচ্ছে।

সেবাসখি প্রকল্পে কি কি কাজ করতে হবে?

এই প্রকল্পে মানুষের জন্য সেবা মূলক কাজ করতে হবে। বয়স্ক সাধারন মানুষ থেকে শুরু করে রোগী সকলের সাস্থ্য সম্পর্কে খোঁজ রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী তাদের ওষুধ ও পরামর্শ দিতে হবে। তবে এই কাজ করার জন্য আগে সরকার থেকে প্রশিক্ষণ দাওয়া হবে এবং তারপর তাদের দায়িত্ব দাওয়া হবে।

সেবাসখি প্রকল্পে কিভাবে প্রশিক্ষণ দাওয়া হবে?

আরও পড়ুন :-

লক্ষ্মীর ভান্ডারে এবার ৪০০০ ও ২০০০ টাকা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে । Lakshmir Bhandar Scheme New Update

(2022 সে) মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ৬টি নতুন প্রকল্প,৩০,০০০ টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে । The Chief Minister Announced 6 New Scheme

পশ্চিমবঙ্গের ৩৩ হাজার ছেলে মেয়েকে বিনামূল্যে ট্রেনিং করিয়ে চাকরি | MTDIND Recruitment 2022

এই প্রশিক্ষণ ইতিমধ্যে কয়েকটি জায়গায় শেষ হতে চলেছে। এই জায়গাগুলি হল দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর, পূর্ব মেদিনীপুর জেলার পাশকুরা, উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট এবং এবং হাওড়া জেলার আমতা ব্লক। এবার ধাপে ধাপে বাকি জেলা গুলিতেও কিন্তু এই আবেদন শুরু হচ্ছে।

সেবাসখি প্রকল্পে কিভাবে আবেদন করতে পারবেন?

সেবাসখি প্রকল্পে আবেদন করতে চাইলে নিজস্ব ব্লক অফিসে গিয়ে সেখান থেকে আবেদন পত্র গগ্রহন করতে হবে এবং ব্লক অফিসেই জমা করতে হবে। আর যারা স্বনির্ভর দলের সদস্য রয়েছেন তারা গ্রুপ লিডার এর কাছ থেকে এই ফর্ম পেয়ে যাবেন এবং সমস্ত ডকুমেন্ট সহ সেখানেই জমা করতে পারবেন।

সেবাসখি প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতা কি লাগবে?

এখন পর্যন্ত যা জানা যাচ্ছে যে এখানে আবেদন করার জন্য অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। তবে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলে তারাই অগ্রাধিকার পাবে।

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীর বয়স অবশ্যই ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ৫০ হাজার টাকার নিচে থাকতে হবে। 
  • আবেদনকারী অন্য কোনো সরকারি চাকরির সাথে যুক্ত থাকলে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না।

সেবাসখি প্রকল্পে কতগুলো শূন্যপদ রয়েছে এবং শেষ তারিখ কি?

সারা রাজ্যে জুড়ে এই প্রকল্পে প্রায় মোট ১৩,৬৪০ জন লোক নেওয়ার কথা বলা হচ্ছে। প্রতিটি ব্লক এ ৩০ থেকে ৪০ জন কর্মী নিয়োগ করা হবে। যেহেতু ব্লক অনুযায়ী  কর্মী নিয়োগ করা হবে তাই আবেদন এর তারিখ আলাদা আলাদা হবে। যেহেতু এই চারটি ব্লক এর জন্য প্রশিক্ষণ শেষ তাই বাকি ব্লক গুলিতেও খুব তাড়াতাড়ি আবেদন এর নোটিশ বেরোবে।

Leave a Comment

2024 Presidential Election Polls: Latest on Harris and Trump Race Where to Vote: Find Your Polling Place Fast! Your Vote Matters: Poll Opening Times You Need to Know! Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films