পশ্চিমবঙ্গে ৮পাশে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ 2022 | WB Agriculture Recruitment 2022

পশ্চিমবঙ্গে কৃষি দপ্তরে বা কৃষি বিজ্ঞান কেন্দ্রে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যাতায় Group D পোস্টের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার যোগ্য প্রার্থী পুরুষ এবং মহিলা উভয় এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, বয়সসীমা কি লাগছে, বেতন কত দাওয়া হবে, কিভাবে আবেদন করবেন সমস্তকিছু অফিসিয়াল নোটিশ সহ বিস্তারিত ভাবে নিচে দাওয়া রইল।

WB Agriculture Recruitment 2022 All Details (সমস্ত তথ্য)

নোটিশ নম্বরMemo No.  DGKVK/550
প্রতিষ্ঠানের নামDHAANYGANGA KRISHI VIGYAN KENDRA
যোগ্যতাঅষ্টম শ্রেণী পাশ
চাকরির স্থানপশ্চিমবঙ্গ
পোস্ট৩টি
মোট শূন্যপদ৩টি

WB Agriculture Recruitment 2022 Post Details (পদের বিবরণ)

(১) ভেটেরিনারি ডক্টর (Veterinary Doctor)

শিক্ষাগত  যোগ্যতা – BVSc এবং AH এর উপর রেজিষ্টেশন থাকতে হবে ভ্যালিড ইন্ডিয়ান ভেটেরিনারি কাউন্সিল অ্যাক্ট ১৯৮৪ অনুযায়ী।

বেতন (Salary) –৪৫,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) –১টি

(২) পাড়া ভেটেরিনারিয়ান (Para Veterinarian)

শিক্ষাগত  যোগ্যতা – এই পোস্টে আবেদন করার জন্য বিকাশ সহায়ক প্রশিক্ষণ থেকে ১ বছরের সার্টিফিকেট কোর্স অথবা প্রনিরক্ষক থেকে ২বছরের ডিপ্লোমা থাকতে হবে।

বেতন (Salary) – ১৫,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – ১টি

(৩) লাইভস্টক অ্যাটেনডেন্ট (Livestock Attendant)

শিক্ষাগত  যোগ্যতা –এই পোস্টের ক্ষেত্রে আবেদন করার জন্য অষ্টম শ্রেনী পাশ হতে হবে।

বেতন (Salary) – ১২,০০০ টাকা

শূন্যপদ (Vacancy) – ১টি

Age Limit of WB Agriculture Recruitment 2022 (বয়সসীমা)

এক্ষেত্রে বয়স ৬৪ বছরের নিচে থাকতে হবে। নিচে ২টি ফোন নম্বর দাওয়া হয়েছে সেখান থেকে এই বিষয়ে ফোন করে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

আরও পড়ুন :- 

পশ্চিমবঙ্গে নিজের SDO অফিসে নতুন কর্মচারি নিয়োগ | WB SDO Office Recruitment 2022

৪২,০০০ কর্মী নিয়োগ হবে দুয়ারে রেশনে | WB Duare Ration Recruitment 2022

রাজ্যে প্রাণী ও মৎস দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ | West Bengal WBUAFS Government jobs Recruitment 2021

How to Apply for WB Agriculture Recruitment 2022 (আবেদন পদ্ধতি)

এখানে আগে থেকে কোনরকম অ্যাপ্লিকেশন করার দরকার নেই। যেদিন ইন্টারভিউ হবে সেদিন সমস্ত আসল ডকুমেন্ট এবং তার জেরক্স সহ একটি Bio-Data নিয়ে উপস্থিত থাকবেন। নিচে Interview এর Date এবং Address দাওয়া আছে।

আবেদন মূল্য (Application Fees) – কোনোরকম  আবেদন মূল্য রাখা হয়নি।

Selection Process of WB Agriculture Recruitment 2022 (নিয়োগ পদ্ধতি)

এখানে কোনরকম লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

WB Agriculture Recruitment 2022 Important Dates (গুরুত্তপূর্ণ তারিখ)

আবেদন প্রকাশিত হয়েছে১০.০১.২০২২
ইন্টেরভিয়ের দিন২৫.০১.২০২২

WB Agriculture Recruitment 2022 Important Links (প্রয়োজনীয় লিঙ্ক)

Official Notice DOWNLOAD
Official Gmail[email protected]
Phone Number08900437790/06297669488
Official AddressRamkrishna Mission, Sargachhi,
Murshidabad, W.B – 742408

Leave a Comment

Where To Watch “Oppenheimer,” “Poor Things,” And Other Films